2 তারিখের পরে তৃণমূলের গুন্ডাদের জেলে ঢোকাবো। এখানে একজন গুন্ডাভাই রয়েছেন। গুন্ডাভাইকে বলতে চাই 2 তারিখের পরে তৃণমূলের প্রত্যেকটি গুন্ডাকে জেলে ঢোকাবো। ভোটের পরে দেখা হবে। তুমি থাকবে জেলে আর আমরা বাইরে থেকে নমস্কার করবো। এই কথা বললেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। বোলপুরের একটি লজে বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের প্রচারে এসেছিলেন স্মৃতি ইরানি। ভোটের ফলাফল প্রকাশ হওয়ার পর অনুব্রত মণ্ডলের জেল যে নিশ্চিত তাই নিয়ে হুঁশিয়ারি দিলেন তিনি। স্মৃতি ইরানি বলেন, এই নির্বাচন বাংলার মানুষের সম্মান রক্ষার লড়াই। মুখ্যমন্ত্রী নিজেকে বাংলার মেয়ে বলে দাবি করেন। বাংলার মেয়ে হলে কেউ চাল চুরি করে। কখনো শুনেছেন ঘরের মেয়ে চাল চুরি করেছে। অনুব্রতর নাম করেননি তিনি। এদিন নির্বাচনী প্রচারে এসে তৃণমূলকে আক্রমণ করে এই কথা বলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি।