উত্তর 24 পরগনার বিভিন্ন বিধানসভা কেন্দ্র সকাল থেকেই উত্তপ্ত হয়েছিল। অশোকনগরে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ করে তৃণমূল। নির্বাচন কমিশনে অভিযোগ খারিজ করে দিয়েছে। বাগদা বিধানসভা কেন্দ্রে রাজ্য পুলিশের বিরুদ্ধে গুলিচালনার অভিযোগ ছড়িয়েছে। এলাকাবাসীর অভিযোগ পুলিশ জমায়েত সরানোর জন্য যথেচ্ছভাবে লাঠিচার্জ করেছে। অনেকেই আহত হয়েছেন। পুলিশের বিরুদ্ধে গুলিচালনার অভিযোগ উঠেছে। বিজেপি নেতৃত্বের অভিযোগ রাজ্য পুলিশের কর্মীরা তাদের ক্যাম্প ভাঙচুর করছিল। গ্রামবাসীরা প্রতিবাদ করায় পুলিশ লাঠিচার্জ করে। গুলি ছোড়ে। সেই গুলি লেগে তিন জন জখম হয়েছেন বলেও তারা দাবি করেন। আমডাঙ্গা বিধানসভা কেন্দ্রে এদিন অশান্তি হয়েছে। এলাকাবাসীর অভিযোগ গ্রামের বাঁশ বাগান আম বাগান থেকে তাজা বোমা উদ্ধার হয়েছে। ভোটাররা আতঙ্কে বুথে যেতে সাহস পাচ্ছেন না। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী পৌঁছেছে। এদিন দফায় দফায় গুলি বোমাবাজি চলেছে ব্যারাকপুর টিটাগড় আমডাঙ্গা অশোকনগর গাইঘাটা বাগদা সহ বিভিন্ন এলাকায়। এদিন উত্তর 24 পরগনার বীজপুরে ভোটে সকাল থেকেই উত্তেজনা ছড়িয়েছে। কাঁচরাপাড়ায় তৃণমূল কর্মী কে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। হালিশহরে তৃণমূল কর্মীদের ছুরির কোপ মারা হয়েছে বলে অভিযোগ। বীজপুরে বিজেপির মন্ডল সভাপতির বাড়িতে হামলা হয়েছে। এলাকায় বিশাল পুলিশবাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী যায়।