সংসদে সি এ এ আইনের বিরোধিতায় ভাইপো রা ভোট দেয়নি হ্যাঁ কিনা। কাকে সিএএ আর কাকে এনআরসি বলে আপনারা জানেন না। একটা চ্যালেঞ্জ দিদিভাই ভার্চুয়াল মাধ্যমে আমার সঙ্গে বিতর্ক হোক। আপনার যদি আমার সব প্রশ্নের উত্তর দেন আমাদের আর কোনো প্রার্থীর হয়ে ভোট চাইবো না। চ্যালেঞ্জ নেওয়ার ক্ষমতা আছে অগ্নিকন্যা। আপনি ভীরু হিম্মত নেই আমি তৈরি। এই কথা বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। সি এ এ আর এন আর সি নিয়ে ষষ্ঠ দফার ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কে চ্যালেঞ্জ দিলেন অধীর চৌধুরী। তিনি এদিন ফেসবুক পোস্ট লেখেন দিদি আর ভাইপো দুইজনকে পরামর্শ আয়নার সামনে দাড়ান আর জিজ্ঞাসা করুন নরেন্দ্র মোদির কাছে একা একা গিয়ে কদিন আগে কি আলোচনা করে এলেন। ভাইপো আর পরিবারের একজনকে ইডি জিজ্ঞেস করার পরেই সব চুপচাপ হয়ে গেল কেন। মোদী যখন গুজরাটের মুখ্যমন্ত্রী হলেন তখন দিদি লাল গোলাপের গুলদস্তা পাঠিয়েছিলেন কেন। বিজেপির সাথে সরকার চালানোর যে সুখ দিদি পেয়েছেন তাতে দ্বিতীয়বার সরকার গড়তে বিজেপিকে সাহায্য করবেন না তো। হিম্মত থাকলে গর্জে বলুন আগে বিজেপিকে সাহায্য করে ভুল করেছেন। এই ভুল আর হবেনা। এদিন ফেসবুক পোস্টে এই কথা লেখেন অধীর চৌধুরী।