করোনায় প্রয়াত কবি শঙ্খ ঘোষ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোক প্রকাশ করেছেন। তিনি লিখেছেন ভারতীয় সাহিত্যে তাঁর অবদানের জন্য চিরস্মরণীয় হয়ে থাকবেন শঙ্খ ঘোষ। তাঁর প্রয়াণে দুঃখিত। আমার সমবেদনা রইলো। ও শান্তি। মমতা বন্দ্যোপাধ্যায় শোকবার্তায় বলেন, বিশিষ্ট কবি সাহিত্য সমালোচক রবীন্দ্র বিশেষজ্ঞ শঙ্খ ঘোষের প্রয়াণে আমি গভীর শোকপ্রকাশ করছি। তিনি আজ সকালে কলকাতায় নিজ বাসভবনে প্রয়াত হন। বয়স হয়েছিল 89 বছর। শঙ্খ বাবু যাদবপুর দিল্লি এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় বাংলা সাহিত্যের অধ্যাপনা করেছেন। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ বাবরের প্রার্থনা মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে ওকাম্পোর রবীন্দ্রনাথ ধুম লেগেছে হৃদকমলে। তিনি জ্ঞানপীঠ পদ্মভূষণ দেশিকোত্তম সাহিত্য অকাদেমি রবীন্দ্র স্মৃতি পুরস্কার সহ বহু সম্মানে ভূষিত হয়েছেন। শঙ্খ বাবুর সাথে আমার অত্যন্ত সুসম্পর্ক ছিল। তাঁর প্রয়াণে সাহিত্য জগতের অপূরণীয় ক্ষতি হলো। আমি প্রয়াত শঙ্খ ঘোষের আত্মীয়-পরিজন অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি। এদিন বালুরঘাটের সভায় খবর পেয়ে কবির পরিবারের সঙ্গে ফোনে কথা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কবির বাসভবনে যান ফিরহাদ হাকিম। তিনি বলেন, বাঙালি বলতে যাদের নিয়ে গর্ববোধ করি তাদের মধ্যে অন্যতম শঙ্খ ঘোষ। সবচেয়ে খারাপ লাগার যেটি কোভিডের মধ্যে চলে গেলেন। রাজ্যপাল জগদীপ ধনকর শোক জ্ঞাপন করেন। তিনি লেখেন বর্ষীয়ান কবি তথা সাহিত্য অকাদেমি ও পদ্মভূষণ বিজয়ী শঙ্খ ঘোষের প্রয়াণে গভীরভাবে দুঃখিত। বাংলা সাহিত্যে অপূরণীয় ক্ষতি। ওনার আত্মা শান্তি পাক। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লেখেন বিখ্যাত বাংলা কবি ও সাহিত্য অকাদেমি বিজয়ী শঙ্খ ঘোষের প্রয়াণে দু:খিত। সমাজের সমকালীন পরিস্থিতিতে তার কবিতার জন্য সবাই তাকে মনে রাখবে। আমার গভীর সান্তনা অনুগামীদের প্রতি। ও শান্তি। বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা বাংলায় টুইট করেন। তিনি লেখেন পদ্মভূষণ সম্মান সাহিত্য অকাদেমি পুরস্কার রবীন্দ্র পুরস্কার সরস্বতী সম্মান ও জ্ঞানপীঠ পুরস্কার এর সম্মানিত বাংলার বিখ্যাত কবি শঙ্খ ঘোষের আমি গভীরভাবে শোকাহত। ওনার আত্মার চিরশান্তি কামনা করি। পরিবারের কথা মত গান স্যালুট বাদ দিয়ে রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন করার কথা জানান মুখ্যমন্ত্রী।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.