তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এদিন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক এর কাছে চার সদস্যের প্রতিনিধি দল একটি দাবিপত্র পেশ করেন। সেখানে বলা হয়েছে সপ্তম ও অষ্টম দফার নির্বাচন যাতে একদিনে করা যায় সেই ব্যবস্থা নিক নির্বাচন কমিশন। 22 শে এপ্রিল ষষ্ঠ দফার নির্বাচন। তৃণমূল চাইছে 26 এপ্রিল এবং 29 এপ্রিলের ভোটগ্রহণ একসঙ্গে করার কথা যাতে নির্বাচন কমিশন বিবেচনা করে। গোটা দেশের মত এই রাজ্যে কোভিডের বাড়বাড়ন্ত কে সামনে রেখে তৃণমূল এই আর্জি জানায়। রাজ্যে করোনার সংক্রমণ যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। হাইকোর্ট করোনা বিপর্যয় রুখতে কমিশনকে পদক্ষেপ নেওয়ার কথা বলেছে। তৃণমূল চিঠিতে হাইকোর্টের সেই নির্দেশের কথা উল্লেখ করেছে। তৃণমূলের যুক্তি কমিশনের সময়সীমা কমালেও ঝুঁকি কমানো যাচ্ছে না। বিপর্যয়ের জন্য সার্বিকভাবেই দিন সংখ্যা কমিয়ে আনা প্রয়োজন। পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আগে বিষয়টি একদিনে নিষ্পত্তি হওয়া জরুরী। কমিশন যেন বিবেচনা করে। নির্বাচনের অধিকার স্বাস্থ্যের অধিকার রাজ্যের মানুষের মৌলিক সাংবিধানিক অধিকার। এই অধিকার সুনিশ্চিত করতে রাজ্য কমিশনের দিকে চেয়ে এইমত তৃণমূল কংগ্রেসের। এই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেস আরো একবার নির্বাচনের সংযুক্তিকরণ চেয়ে নির্বাচন কমিশনের কাছে দাবি জানায়।