এটা তৃণমূল কংগ্রেসের অভ্যাসে পরিণত হয়েছে। পুলিশের একটা অংশ কয়লা গরু বালি থেকে করে খেয়েছে। তারা কিছু লুম্পেন পঞ্চায়েতের কিছু লোক যারা তোলা তোলে তারা ছাড়া কেউ তৃণমূল কংগ্রেসের সঙ্গে নেই। যখন দেখছে দলে দলে মানুষ ভোট দিতে বেরিয়ে যাচ্ছে তখন আতঙ্কিত হয়ে মারপিট করছে। যদি কিছু ভোট কমানো যায়। কোনো লাভ হবে না। পশ্চিমবঙ্গে পরিবর্তন নিশ্চিত। 180 সিটে ভোট হয়ে গেল। আমার বিশ্বাস আর কয়েকটা ভোট পেলেই ম্যাজিক ফিগার হয়ে যাবে। এই কথা বললেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তিনি এদিন বীরভূমের ইলামবাজারের জনসভায় বক্তব্য রাখেন। সেখানে শুভেন্দু বলেন, নন্দীগ্রামে পিসিকে টাটা বাইবাই করে দিয়েছি। ওখানে দিদি বললেন খেলা হবে। আর দুপুর 1 টার পরে নিজে নামলেন। তৃণমূলের মদতে নদী কেটে বালি তুলে নেওয়া হচ্ছে। এরপরে শুভেন্দু বলেন, এখানে তৃণমূলের সুপারম্যান। গণ্ডা গণ্ডা চালকলের মালিক। তৃণমূলের গরু পাচারকারী এনামুল তার সঙ্গে সুপারম্যানের দারুন সম্পর্ক। সিবিআই এই সুপারম্যানকে ছোটাবে। বীরভূমে কয়লা পাচার হচ্ছে গরু পাচার হচ্ছে পাথর পাচার হচ্ছে। যতদিন দিদিমণি ছিলেন আমিও ছিলাম। যেদিন উনি পিসিমণি হয়েছেন আমি দল ছেড়েছি। এদিনের সভায় থেকে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেন শুভেন্দু অধিকারী।