আপনারা শীতলকুচির ঘটনা নিয়ে অডিও টেপটি শুনেছেন তো। একটা জায়গায় পাঁচজনের দুঃখজনক মৃত্যু হল। আর দিদি কোচবিহারে তৃণমূল নেতাকে বলছেন মরদেহ নিয়ে র‍্যালি করতে। ভোটব্যাঙ্কের রাজনীতি করতে কতটা নিচে নেমেছেন। এই নির্মমতাকে বাংলার মানুষ ছুড়ে ফেলে দিচ্ছেন প্রতিটি দফার ভোটে। এই কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন আসানসোলে দলীয় জনসভায় বক্তব্য রাখেন তিনি। শীতলকুচি কাণ্ড নিয়ে মন্তব্য করায় রাহুল সিনহা কে 48 ঘণ্টা এবং দিলীপ ঘোষকে 24 ঘন্টা প্রচারে নিষেধাজ্ঞা আরোপ করেছিল নির্বাচন কমিশন। শুক্রবার বিজেপি অডিও টেপ ফাঁস করার পরে তৃণমূলের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করা হয়। সেখানে জানানো হয় মমতা বন্দ্যোপাধ্যায় পার্থপ্রতিম রায় কে ফোন করে অন্যায় করেননি। সেই সঙ্গে বিজেপির বিরুদ্ধে ফোন ট্যাপ করা নিয়ে আক্রমণ করেন তারা। নরেন্দ্র মোদী আরো বলেন, লাশ নিয়ে রাজনীতি করা তো দিদির পুরনো অভ্যাস। এদিন আসানসোলের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।