বিজেপি রাজ্যের ক্ষমতায় এলে থানায় পুলিশ থাকবে। সিভিক ভলেন্টিয়ার দিয়ে থানা চলবেনা। হাসপাতালে ডাক্তার থাকবে। মঠ-মন্দির কেউ দখল করতে পারবেনা। নবদ্বীপের পূণ্যভূমিতে কসাইখানা বন্ধ করা হবে। এই কথা বললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন নবদ্বীপে দলীয় প্রার্থীর প্রচারে গিয়ে এই কথা বলেন তিনি। নবদ্বীপের সংখ্যালঘুদের বিজেপিকে ক্ষমতায় আনার সুবিধা ব্যাখ্যা করেন তিনি। উত্তরপ্রদেশে বিজেপি ক্ষমতায় আসার পরে সেই রাজ্যের সমস্ত বেআইনি কসাইখানা বন্ধ করে দেওয়া হয়। বিজেপির দাবি বেআইনি কসাইখানা থেকে পরিবেশ দূষিত হয়। জল ও বায়ু দূষণের পাশাপাশি নানা রকম সংক্রমণ ছড়ায়। এদিন দিলীপ ঘোষ আরো বলেন, রাজ্যে পরিবর্তন আসন্ন। তাই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যতিব্যস্ত হয়ে উঠেছেন। ক্ষমতায় এলে ওনাকে জেলে ভরা হবে। একা লাগলে ওনার সঙ্গে কয়েকজন ইঞ্চি সাইজ ফুট সাইজের নেতাকেও জেলে পাঠিয়ে দেব। এদিনের সভা থেকে তৃণমূলকে আক্রমণ করে এই কথা বলেন দিলীপ ঘোষ।