রাজ্যের কোভিড পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। এর মোকাবিলায় সকলকে উদ্যোগী হতে হবে। যাতে সেটা গণ আন্দোলনের রূপ নেয়। উপরাষ্ট্রপতির দপ্তর ও প্রধানমন্ত্রীর দপ্তরকেও ট্যাগ করে এই টুইট করেছেন রাজ্যপাল জগদীপ ধনকর। রেডক্রস সহ সমস্ত হাসপাতালের সহযোগিতা ও প্রার্থনা করেছেন তিনি। রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে টুইটারে এদিন উদ্বেগ প্রকাশ করেন রাজ্যপাল জগদীপ ধনকর। গত কয়েকদিনে ভয়াবহ আকার নিয়েছে দেশের করোনা পরিস্থিতি। পশ্চিমবঙ্গের অবস্থা শোচনীয়। বিশেষজ্ঞদের মতে নির্বাচন চলার জন্যই পশ্চিমবঙ্গের করোনা পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। মিটিং-মিছিলে করোনা বিধি শিকেয় উঠেছে। পঞ্চম দফার নির্বাচনের পরে বাকি তিন দফা নির্বাচন রয়েছে। পঞ্চম দফার নির্বাচনের পরে বাকি তিন দফা একদিনে করার প্রস্তাব দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কমিশনের সেরকম কোনো পরিকল্পনা নেই বলেই সূত্রের খবর।