নির্বাচনের প্রচারে দায়িত্বশীল পদক্ষেপ করল সিপিআইএম নেতৃত্বাধীন বামফ্রন্ট। এরপর থেকে ভোটে কোন রকম বড়োসড়ো জমায়েত করবে না তারা। এদিন সিপিএমের পলিটব্যুরোর সদস্য মহম্মদ সেলিম বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি চার দফায় ভোট হয়ে গিয়েছে। আগামী দফার নির্বাচনে প্রচারে বড়োসড়ো ভিড় না করার। বৃহৎ প্রচারে না গিয়ে মানুষকে সচেতনতার ওপর জোর দেব। যেখানে ভোট হয়েছে সেই জায়গায় গত এক বছর ধরে আমরা যে পরিষেবা দিয়েছি তা আমরা করব। আক্রান্ত মানুষের পাশে দাঁড়ানো বাস্তব পরিস্থিতি মেনে সবাইকে সচেতন করা অসহায় মানুষের কাছে যাওয়া রেশন খাদ্য পৌঁছে দেওয়ার মতো কাজ করব। রাজ্যে কোভিড সংক্রমনের দ্বিতীয় ঢেউয়ে লাফিয়ে লাফিয়ে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এরপরে তিন দফায় মোট 122 টি আসনে ভোট হবে। সেই সমস্ত ভোটে বামফ্রন্টের কর্মীরা বাড়িতে গিয়ে প্রচার করবেন বলে জানান সেলিম। সে ক্ষেত্রে তারা মাস্ক স‍্যানিটাইজার ব্যবহার করবেন। সেলিম বলেন, সৃজনশীল পদ্ধতির মাধ্যমে প্রচার করা হবে। ছোট সভার উপরে জোর দেওয়া হবে। সামাজিক দূরত্ব মেনে নেট মাধ্যমকে কাজে লাগিয়ে প্রচার করবেন প্রার্থীরা। তিনি আরো বলেন, আমাদের সরকার করোনা মোকাবিলায় মানে একটাই জিনিস জানে লকডাউন। কর্মহীন মানুষের জ্বালা মানুষের আকুতিও যন্ত্রণা এখনো তাজা। কৃষি বাজার কলকারখানায় সূরাহা দেওয়ার কোনো ব্যবস্থা সরকার এখনো করেনি। এই প্রথম কোনো রাজনৈতিক দল ভোটের প্রচারে বড়োসড়ো প্রচার না করার সিদ্ধান্ত নিল।