পঞ্চম দফায় নির্বাচন বরানগর বিধানসভা কেন্দ্রে। এদিন বিজেপি প্রার্থী পার্নো মিত্র দলীয় কর্মী সমর্থকদের নিয়ে বিশাল বাইক র‍্যালি চলছিল। সেই সময় মিছিলের মধ্যেই তৃণমূল বিজেপির সংঘর্ষ শুরু হয়। অভিযোগের তির তৃণমূলের দিকে। বিজেপি প্রার্থী পার্নো মিত্রর অভিযোগ তৃণমূল প্রথম থেকেই তাদের প্রচারে বাধা সৃষ্টি করছে। কোথাও প্রচার আটকে দিচ্ছে কোথাও কাউন্সিলরের বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে। তৃণমূলের লোকেরা চমকাই র‍্যালির মধ্যে ঢুকে পড়ে। বিজেপি কর্মীদের মারতে শুরু করে। পুলিশকে অভিযোগ জানানো হলেও কিছুতেই এফআইআর দায়ের করছেন না। এই ঘটনায় দলীয় কর্মী সমর্থকদের নিয়ে স্থানীয় থানায় বিক্ষোভ দেখাতে শুরু করেন পার্নো মিত্র। তার মন্তব্য প্রকাশ্যে দিনের আলোয় গণতন্ত্রের মৃত্যু। এদিন প্রসাবের আগে বিজেপি প্রার্থী পার্নো মিত্র জানান আজ প্রচারের শেষ দিন তাই যতটা পারি সময়ের সদ্ব্যবহার করব। সবাই কাজ করছে আত্মবিশ্বাসী না হয়ে কোন উপায় নেই। পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেছেন তিনি।