আপনি জানেন আপনার মুখ কেউ দেখতে চায় না। তাই আপনি প্লাস্টার করা পা দেখিয়ে মায়েদের বলছেন আমাকে একটা ভোট দিন। রাস্তায় ঘুরে বেড়ায় ভগবানকে নামে পে কুছ দে দে বাবা। আল্লাহকে নাম পে কুছ দে দে বাবা। আজ প্লাস্টার করা পায়ের নাম পে কুছ দে দে বাবা। এই চালাকি চলবে না। সাদা শাড়ির দিন গেছে সাদা দাড়ির দিন এসে গেছে। এই কথা বললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন তিনি বরানগরে বিজেপি প্রার্থী পার্নো মিত্রর সমর্থনে এক সভায় বক্তব্য রাখেন। সেখানে দিলীপ ঘোষের কটাক্ষ সাদা শাড়ির দিন গেছে সাদা দাড়ির দিন এসে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় কে ভোট ভিখারী বলে আক্রমণ করলেন তিনি। মমতার পায়ের ব্যান্ডেজকে ফের কটাক্ষ করেন দিলীপ। এদিন বরানগরের সভায় দিলীপ বলেন, ওরা ভেবেছিল কেন্দ্রীয় বাহিনী দেখানোর জন্য বন্দুক এনেছিল। আইন ভাঙলে জায়গায় জায়গায় শীতলকুচি হবে। দিলীপ ঘোষের এই বক্তব্যকে গনহত্যার প্ররোচনা বলে দাবি করেছে তৃণমূল। এদিনের সভায় থেকে তৃণমূলকে আক্রমণ করেন দিলীপ ঘোষ।