সক্রিয় রাজনীতিতে নেমে নির্বাচনে তৃণমূলের প্রার্থী হয়েছেন কাঞ্চন মল্লিক। ভোটের দিন সকাল বেলায় উত্তরপাড়ায় মায়ের মন্দিরে পুজো দিয়েই শুরু করলেন বুথ পরিদর্শন। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসা জড়াতে দেখা গেল কাঞ্চন মল্লিক কে। তার প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী প্রবীর ঘোষাল। তাকে সুখের পায়রা বলে কটাক্ষ করেছেন কাঞ্চন। এদিন প্রবীর ঘোষালের পাড়া দিয়েই বুথ পরিদর্শন শুরু করেন তিনি। সেখানে বেশ কিছু জায়গায় তৃণমূলের এজেন্ট দের বসতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন। বুথের 100 মিটারের মধ্যে কেন বিজেপির পোস্টার-ফেস্টুন রয়েছে এই প্রশ্ন করেন কাঞ্চন মল্লিক। এর মধ্যেই কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসায় জড়ান তিনি। বাংলা কি রনথম্বোর হয়ে গিয়েছে এই প্রশ্ন করেছেন তৃণমূল প্রার্থী কাঞ্চন। কাঞ্চন বলেন, কারও সঙ্গে ব্যক্তিগত শত্রুতা নেই। আমার সঙ্গে সকলের সম্পর্ক ভাল। আমি চাই শান্তিপূর্ণ ভোট হোক। চতুর্থ দফার নির্বাচনে কাঞ্চন মল্লিকের কেন্দ্রের ভোটগ্রহণ ছিল।