কোচবিহারে যেটা হয়েছে সেটা সত্যিই দুঃখের। যাদের মৃত্যু হয়েছে তাতে আমি ব্যথিত। তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা রয়েছে। বিজেপির পক্ষে মানুষের সমর্থন দেখে দিদি আর তার গুন্ডারা উতলা হয়ে উঠেছে। হাতছাড়া হচ্ছে দেখে এই স্তরে নেমে গিয়েছেন। আমি দিদিকে আর ওর গুন্ডাদের এবং তৃণমূলকে বলছি আপনাদের স্বেচ্ছাচারিতা আর চলবে না। এই কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন শিলিগুড়ি কাওয়াখালী ময়দানে দলের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন তিনি। সেখানে কোচবিহারে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে 4 ব্যক্তির মৃত্যুর ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায় কে কাঠগড়ায় তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, এইভাবে প্ররোচনা দিয়ে হিংসা ছড়িয়ে এবার ভোট বৈতরণী পার করতে পারবেন না আপনি। সঙ্গে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মোদী। এদিন রাজ্যে চতুর্থ দফার ভোট গ্রহণে শীতলকুচি বিধানসভা কেন্দ্রের আমতলী মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের বুথে গুলি চালায় কেন্দ্রীয় বাহিনী। বাহিনীর গুলিতে এখন পর্যন্ত 4 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন 4 জন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, নির্বাচন কমিশনকে অনুরোধ করবো কোচবিহারে যা হয়েছে দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করুন। এই হিংসা মানুষকে নিরাপত্তা বাহিনীর ওপর আক্রমণ করার জন্য উসকানো নির্বাচনের কাজে বাধা দেওয়া এবার বাঁচাতে পারবে না। এই হিংসা আপনার 10 বছরের কুকর্ম থেকে বাঁচাতে পারবে না। এদিন সভা থেকে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।