সিআরপিএফ বিজেপির হয়ে কাজ করছে। ওরা যতক্ষণ বিজেপির হয়ে কাজ করবে ততক্ষণ আমি বলবো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কোনো আপত্তিকর কথা বললে নির্বাচনী বিধি ভঙ্গ হয় না। কিন্তু মমতা বললেই বিধি ভঙ্গ করেছে। এসব করে লাভ নেই। এই কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন পূর্ব বর্ধমানের জামালপুরে এক নির্বাচনী জনসভায় কমিশনের নোটিশ কে কটাক্ষ করেন তিনি। কেন্দ্রীয় বাহিনী নিয়ে তার মন্তব্যের জন্য নির্বাচন কমিশনের নোটিশ পেয়েছেন। নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনী সম্পর্কে তার মন্তব্য দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করেছে। ওই বক্তব্যের ব্যাখ্যা চেয়েছে কমিশন। এর মধ্যেই তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কে কেন কমিশন শোকজ করে না সেই প্রশ্ন তুললেন। কোচবিহারে এক সভায় মমতা বলেন কেন্দ্রীয় বাহিনী গন্ডগোল করলে মহিলারা ঘেরাও করুন। 5 জন করে ঘেরাও করবেন আর 5 জন ভোট দিতে যাবেন। বিজেপির পক্ষ থেকে এই বক্তব্য দেশবিরোধী বলে দাবি করা হয়। এদিন সভায় মমতা কমিশনের নোটিশ কে কটাক্ষ করেন।