নির্বাচনের দফা যত বাড়ছে হার নিশ্চিত জেনেই ততো বেশি করে আক্রমণ করছে শাসক দল। কিন্তু কোনো লাভ হবে না। মানুষ আমাদের সঙ্গে রয়েছেন। এই কথা বললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন তিনি জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌজিত সিংহ কে সঙ্গে নিয়ে প্রাতঃভ্রমণে বের হন। জলপাইগুড়ি পান্ডাপাড়া এলাকায় স্থানীয় বাসিন্দা এবং দলীয় কর্মীদের সঙ্গে চায় পে চর্চায় তৃণমূল কংগ্রেস কে আক্রমণ করেন। সেখান থেকে তিনি ময়নাগুড়ির বিজেপি প্রার্থী কৌশিক রায়ের সমর্থনে রোড শো করেন। ময়নাগুড়ি বাইপাস সংলগ্ন এলাকা থেকে রোড শো শুরু হয়।হুড খোলা জিপে প্রার্থীকে পাশে নিয়ে সেই রোড শো করেন দিলীপ ঘোষ। মাথাভাঙ্গায় তৃণমূল প্রার্থীর ওপর হামলা নিয়ে দিলীপ বলেন, আমরা হামলা করিনা। আক্রমণ কারা করে সেদিন আমার উপর আক্রমণের ঘটনায় পরিস্কার হয়ে গেছে। আমার মিছিলে দশটা গাড়ি ভেঙেছে। এদিন জলপাইগুড়ির চায় পে চর্চা তিনি বলেন, সিপিএম কংগ্রেস কে হজম করেছেন। এবার তাদের লক্ষ্য তৃণমূল। তার সঙ্গে রোড শোতে উপস্থিত ছিলেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায় বিজেপির জেলা সভাপতিসহ অন্যান্য নেতৃত্বরা। দিলীপ ঘোষ বলেন, মানুষ ভোট দেওয়ার জন্য বসে আছেন। তারা বুথে আসতে পারলেই কারোর কিছু করার ক্ষমতা নেই। 2 তারিখের পর দেশ ছেড়ে পালাতে হবে। এদিন তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে এই কথা বলেন দিলীপ ঘোষ।