হুগলির জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আব্বাস সিদ্দিকী বিজেপির দালাল বলেছিলেন। বিজেপি থেকে টাকা খেয়ে মুসলিম ভোট ভাগাভাগি করছে। বিজেপিকে আটকানোর জন্য সকল মুসলিমকে এক হয়ে তৃণমূলকে ভোট দেওয়ার কথা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর নির্বাচন কমিশন মমতাকে শোকজ করেন। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ স্বাগত জানালো। এদিন কলকাতায় সংগঠনের রাজ্য সংযোজক আলি আফজাল চাঁদ বলেন, ধর্মের নামে মমতা বন্দ্যোপাধ্যায় ভোট চেয়ে অসাংবিধানিক কাজ করেছেন। তার জন্য কমিশন তাকে শোকজ করে সাংবিধানিক দায়িত্ব পালন করেছেন। একজন মুখ্যমন্ত্রী ধর্মের নামে ভোট চাইতে পারেন না। ওনার পদ কোনো ধর্মের কোনো বর্ণের হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের কাছে ভোট চাইতে পারেন। কোনো ধর্মের নামে ভোট চেয়ে অন্যায় কাজ করেছেন। কমিশন প্রাথমিকভাবে ব্যবস্থা নিয়েছে। তবে মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ ঘটনার উপর নজর রাখছে।