নন্দীগ্রামে নির্বাচনের পর কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী সহ দেশের বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলিকে চিঠি লিখে একজোট হয়ে লড়াইয়ের আবেদন জানান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী এটিকে জয় হিসাবে দেখছেন। অধীর চৌধুরী বলেন, যে তৃণমূল নেত্রী এক সময় বলতেন কংগ্রেসকে মিউজিয়ামে পাঠিয়ে দিয়েছি। কখনো আমি কংগ্রেস করেছি ভাবতে লজ্জা হয়। সেই দিদি এখন সোনিয়া গান্ধীর কাছে চিঠি লিখছেন। আর তার প্রেক্ষাপট হচ্ছে নন্দীগ্রাম। নন্দীগ্রামে বুথে দুই ঘন্টা বসে থাকলেন। রাজ্যপালের কাছে আর্জি জানালেন। যখন বুঝলেন বিপদ কাটছে না তখন তার মনে হলো চিঠি দেওয়া দরকার। বিধানসভা নির্বাচনে তৃণমূল এবং বিজেপি উভয় শিবির 200 আসনে নবান্ন দখলের দাবি করছেন। অনেকের মতে এবারের বিধানসভা নির্বাচনের ফলাফল ত্রিশঙ্কু হতে পারে। সেই রকম পরিস্থিতি হলে তৃণমূলকে কি সমর্থন করবে কংগ্রেস? এই বিষয়ে অধীর চৌধুরী বলেন, সংযুক্ত মোর্চা নবান্ন দখলের লক্ষ্যে এগোচ্ছে। কাল্পনিক প্রশ্নের সময় নয়। কারা সংযুক্ত মোর্চাকে সমর্থন করবেন সেটা তাদের ব্যাপার। মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গেলে কোথায় যাবেন জানিনা। এমনও হতে পারে সংযুক্ত মোর্চা যখন নবান্ন দখল করতে যাচ্ছে তখন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বাঁচার জন্য সংযুক্ত মোর্চার সঙ্গী হলেন। তিনি আরো বলেন, সারা ভারতে সাম্প্রদায়িক বিজেপির মোকাবিলা করতে পারে কংগ্রেস। বাংলার মুখ্যমন্ত্রী চিঠি দিয়ে সেটা স্বীকার করেছেন। তবে ভোটের পরে প্রয়োজনে তৃণমূলকে সমর্থন এর প্রশ্নের সরাসরি কিছু জানাননি অধীর চৌধুরী। ঠিক তেমনভাবে নাকচ করে দেন নি।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.