সিঙ্গুর আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায়ের মহাকরণ দখল করার পথ প্রশস্ত করেছিল। বিজেপির প্রার্থী রবীন্দ্রনাথ ভট্টাচার্য সেই সময় থেকে তৃণমূলের সঙ্গে যুক্ত ছিলেন। বিধানসভা নির্বাচনে তাকে তৃণমূল কংগ্রেস বয়সের কারণ দেখিয়ে প্রার্থী করেনি। রবীন্দ্রনাথ ভট্টাচার্য্য তারপরেই বিজেপিতে যোগদান করেন। সেখানে গিয়ে প্রার্থী হন। সিঙ্গুর আন্দোলন ভুল ছিল বলে মন্তব্য করেছেন তিনি। এদিন সিঙ্গুরের বিজেপি প্রার্থী রবীন্দ্রনাথ ভট্টাচার্য এবং ডোমজুড়ের বিজেপি প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে রোড শো করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার সেই রোড শোতে জনসমাগম ছিল। ডোমজুড় এবং সিঙ্গুর দুটি বিধানসভা কেন্দ্র 2011 সাল থেকে তৃণমূল কংগ্রেসের দখলে। এই দুটি কেন্দ্রের তৃণমূলের বিধায়ক এবার বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হয়েছেন। রাজীব বন্দ্যোপাধ্যায় বিধানসভা নির্বাচনের আগেই মন্ত্রিত্ব এবং দল ছেড়েছিলেন। তারপর বিজেপিতে যোগদান করে প্রার্থী হন। এদিন রোড শো শেষ করে রাজীব বন্দ্যোপাধ্যায় কে সঙ্গে নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক রিকশাচালকের বাড়িতে মধ্যাহ্নভোজন করেন। রাজ্যে বিজেপি 200 আসন পেয়ে ক্ষমতা দখল করবে বলে আরো একবার জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।