পশ্চিমবঙ্গে পরিস্থিতি আমাদের অনুকূলে রয়েছে। বাংলার মানুষ আরেকটা পরিবর্তনের জন্য তৈরি। 2017 সালে উত্তরপ্রদেশের থেকেও এবার বড় জয় পাব। 2017 সাল থেকে বলে আসছি পশ্চিমবঙ্গে দল ভালো ফল করতে পারে। 2019 এ 21 টা আসন জিতবো বলেছিলাম। পশ্চিমবঙ্গের মানুষের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর নেতৃত্তের উপর ভরসা রয়েছে। এ ব্যাপারে আমি নিশ্চিত। এই কথা বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি এক বেসরকারি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে একথা জানান। উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে 404 টি আসনের মধ্যে 312 টি আসন দখল করে বিজেপি। সমাজবাদী পার্টি বহু জন সমাজ পার্টির মতো আঞ্চলিক দলগুলি রাজ্য থেকে সাফ হয়ে যায়। কংগ্রেসের ফলাফল ভালো হয়নি। বিজেপি প্রায় 40 শতাংশ ভোট পেয়েছিল। উত্তরপ্রদেশে সেই জয়ের পরে সমাজবাদী পার্টি এবং বহু জন সমাজ পার্টির একজোট হয়ে কয়েকটি উপ-নির্বাচনে সাফল্য পায়। 2019 সালের লোকসভা নির্বাচনে রাজ্যে 80 টি আসনের মধ্যে 62 টি আসন জেতে বিজেপি। এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, পশ্চিমবঙ্গের মানুষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্তের উপর ভরসা রয়েছে। উত্তরপ্রদেশের থেকেও পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি বড় জয়ের দিকে এগোচ্ছে।