আমরা শান্তিপূর্ণ ভোট চাই। কিন্তু ভোট এলে কিছু পুলিশ-বিজেপি হয়ে যায়। পুলিশের নেতারা এইসব কাজ করে। গতকাল আরামবাগে আমরা দেখে নিয়েছি। আরামবাগের ওসির রোল দেখেছি। সাধারণ মানুষকে ভোট দেওয়ার সুযোগ দিতে হবে। এই কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন কোচবিহারে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন। সেই সভা থেকে কেন্দ্রীয় বাহিনীকে আক্রমণ করে তিনি বলেন, অমিত শাহের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী ভোট দেওয়ায় বাধা সৃষ্টি করছে। তৃতীয় দফার নির্বাচনে বিরোধীদের বিরুদ্ধে সন্ত্রাস করার অভিযোগ করে মমতা বলেন, কাল এত অত্যাচার করেছে। তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডল কে বাঁশ দিয়ে মেরেছে। গোঘাটে বুথ প্রেসিডেন্ট কে খুন করেছে। খানাকুলে আমাদের প্রার্থী নাজবুলকে পিটিয়েছে। মেয়েরা যাতে ভোট দিতে না পারে সেই জন্য কেন্দ্রীয় বাহিনী গ্রামে গ্রামে দাঁড়িয়েছে। বলেছে ভোট দেওয়া যাবে না। আপনাদের যদি কেউ বলে ভোট দেওয়া যাবেনা শুনবেন। মনে রাখবেন শান্ত হওয়া ভাল। তবে দুষ্টুমি করলে থাপ্পড় দিতে হয়। বিজেপি মা-বোনেদের ভয় পাচ্ছে। এদিনের সভায় থেকে কেন্দ্রীয় বাহিনীর প্রসঙ্গে মমতা বলেন, সিআরপিএফ যদি ভোট দিতে বাধা দেয় মহিলারা ঘিরে রাখবেন। আমি সিআরপিএফ কে শ্রদ্ধা করি। কিন্তু আমি বিজেপির সিআরপিএফ কে শ্রদ্ধা করি না। মহিলাদের মানুষকে হ‍্যারাস করছে। বিজেপিকে ভোট দিতে বলছে। পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করতে হবে। নির্বাচন কমিশনের কাছে আবেদন দেখবেন কোনো ভোটারকে যেন মারধর করা না হয়। এদিনের সভায় থেকে বিজেপিকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।