আপনার দল যখন ঘোষণা করে দেয় দিদি এবার বারাণসী থেকে লোকসভা ভোটে লড়বেন তখন যে কোনো বুদ্ধিমান মানুষ সহজে বুঝতে পারেন তৃণমূল এখানে সাফ হয়ে যেতে চলেছে। তৃণমূল বাংলায় থাকবে না। দিদিকে এবার রাজনীতি করতে হলে বাংলার বাইরে যেতে হবে। এটা শোনার পর কি আপনারাও বুঝতে পারছেন না কে ভোটে জিতবে কার হার হবে। এই কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন কোচবিহারে নির্বাচনী জনসভা করেন তিনি। সেখানে বক্তব্যে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেন মোদী। তিনি আরো বলেন, রোজ আপনি বলছেন নন্দীগ্রামে জিতছি। দিদি যেদিন নন্দীগ্রামে ভোটের মাঝে বুথে যে খেলা করলেন যা যা বললেন গোটা দেশ ওইদিন বুঝে গিয়েছিল আপনি ভোটে হেরে গিয়েছেন। এর জন্যে ভগবানকে ভোটের ফল জিজ্ঞেস করার প্রয়োজন নেই। এদিনের সভায় থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনকে কেন বারবার আক্রমণ করছেন সেই কথাও বলেন। তৃতীয় দফায় ভোটের দিন রাজ্যে কোচবিহারের পাশাপাশি হাওড়াতে সভা করার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এর আগে দ্বিতীয় দফায় ভোটের দিন হাওড়ার উলুবেড়িয়ায় সভায় মোদী বলেন মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে হারের ভয়ে আরো একটি কেন্দ্র থেকে ভোটে দাঁড়াতে পারেন। তখন তৃনমূলের পক্ষ থেকে বলা হয় 2024 সালে বারাণসীতে কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে নরেন্দ্র মোদীকে। বাংলা জয় করার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারাণসীতে মোদীকে চ্যালেঞ্জ জানাতে পারেন। এদিনের সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, বাংলা থেকে বিদায় নিশ্চিত বুঝেই মমতা বন্দ্যোপাধ্যায় বারাণসী থেকে নির্বাচনে লড়ার কথা ভাবছেন। মুখ্যমন্ত্রীর বক্তব্যে স্পষ্ট হয়ে গিয়েছে তার হার নিশ্চিত।