রাজ্যে বিধানসভা নির্বাচনের আগেই স্বামী বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর হাত ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন সুজাতা মন্ডল। তৃণমূলে যোগদান করার পরে সুজাতা মন্ডলকে আরামবাগ আসন থেকে প্রার্থী করা হয়। ভোটের দিন সেই আরামবাগ এই যথেষ্ট সমস্যায় পড়লেন তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডল। এদিন এলাকায় ঘুরছিলেন তিনি। সেই সময় তার কাছে একটি বুথ জাম করার চেষ্টা হচ্ছে বলে খবর আসে। তখন সুজাতা মন্ডল তার নিরাপত্তারক্ষীকে সঙ্গে নিয়ে সেই এলাকায় যান। তখন সেই এলাকায় উত্তেজনা ছড়ায়। গ্রামবাসীদের একাংশের বিক্ষোভের মুখে পড়েন সুজাতা মন্ডল। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে সুজাতা মন্ডল খোলা মাঠে ছুটছেন। তার পেছনে বাসিন্দাদের একাংশ ছুটছেন। সেই দলে মহিলারা ও ছিলেন। সুজাতা মন্ডল এর দাবি তাকে বাঁশ লাঠি হাসুয়া দিয়ে মারার চেষ্টা হয়েছিল। বিজেপি প্রাণে মেরে ফেলার চেষ্টা করেছে। নিরাপত্তারক্ষীর মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন। কয়েকজন পুলিশকর্মী এসে তাকে রক্ষা করার চেষ্টা করেন। কোনরকমে সুজাতা মন্ডল এলাকা ছেড়ে বেরিয়ে আসেন। গ্রামবাসীদের একাংশের পাল্টা অভিযোগ সুজাতা মন্ডল এর নিরাপত্তারক্ষী গ্রামবাসীদের দিকে বন্দুক তাক করেছিলেন। তিনি গ্রামে ঢুকে অশান্তি পাকানোর চেষ্টা করেছিলেন। গ্রামের কয়েকজন কে মারধর করেছেন বলে অভিযোগ। এদিনের ছবি দেখে অনেকের মানস ভুঁইয়ার মঙ্গলকোটের কথা মনে পড়ে যাচ্ছে। নির্বাচন কমিশন জেলা প্রশাসনের কাছে এই ব্যাপারে রিপোর্ট তলব করেছে বলে জানা গিয়েছে।