এমপি ইলেকশনে দাঁড়িয়ে জিতেছে। এবার এমএলএ ইলেকশনে দাঁড়িয়েছে। এরপর গ্রাম পঞ্চায়েতে দাঁড়াবে। স্কুল বোর্ডে দাঁড়াবে। খেলার মাঠে দাঁড়াবে। আর কোথায় কোথায় দাঁড়াবে এদের জিজ্ঞেস করুন। এই কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন চুঁচুড়ার তৃণমূল কংগ্রেসের প্রার্থী অসিত মজুমদারের সমর্থনে সভা করেন। সেখানে তিনি বিজেপি কে আক্রমণ করে বক্তব্য রাখেন। এদিনের সভায় থেকে সারদা এবং রোজভ্যালি নিয়ে বিজেপি সাংসদ এবং চুঁচুড়া বিধানসভায় বিজেপির প্রার্থী লকেট চট্টোপাধ্যায় কে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি এদের কীর্তিকলাপ সব জানি। আমাদের দলকে সারদা নারদা বলে। সারদা নারদার কোলের বাচ্চা হচ্ছে এরা। বাবুল সুপ্রিয় একদিন বলেছিল সারদা হচ্ছে রোজভ্যালির প্রথম রোজ। আর লকেটকে নিয়ে নতুন করে কি বলব। সারদার গলার লকেট হয়ে ঘুরে বেড়ায়। আমি সব জানি। এদের বিরুদ্ধে একটা কেস হয়না। রত্না দে নাগ ভালো প্রার্থী ছিল। হেরে গেল। চকমকি ঝকমকি দেখিয়ে আরো কি কি দেখিয়ে জিতে গেল। লোকসভা নির্বাচনে হুগলি কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন রত্না দে নাগ। তাকে পান্ডুয়া বিধানসভায় এবার মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সভা থেকে আরও বলেন, এরা এমপি এমএলএ হবে। কাউন্সিলর হবে। গ্রাম সভা হবে ভাত খাবে মাছ খাবে মাংস খাবে দুধ ভাত খাবে বিরিয়ানি খাবে এরা সব খাবে আর মানুষ কিছুই খাবে না। তাই বলি কেউ খাবে কেউ খাবে না তা হবে না তা হবে না। এদিনের সভায় থেকে সিপিএমের স্লোগান বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার বক্তব্য নিয়ে লকেট চট্টোপাধ্যায় বলেন, মুখ্যমন্ত্রী পদে থেকে মিথ্যে কথা বলেন। চ্যালেঞ্জ করছি। ক্ষমতা থাকলে দুর্নীতি প্রমাণ করে দেখান।