Rajib Ghosh – বিধানসভা নির্বাচনের প্রচারে কয়লা এবং গরু পাচার নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রতিটি সভা থেকেই আক্রমণ করেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। নির্বাচন-পরবর্তী কয়লা এবং গরু পাচার কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহ পর্যন্ত প্রত্যেকেই নিশানা করে তোপ দেগেছেন। রাজ্যে নির্বাচনী প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কয়লা ও গরু পাচার কাণ্ডে তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতৃত্বকে কাঠগড়ায় তুলেছেন। এবার ভোটের মুখে তৃণমূলকে যথেষ্ট সমস্যায় ফেলে দিয়ে কেলেঙ্কারির অংকের কথা প্রকাশ্যে আনলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এদিন সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারীর দাবি 2012 সালের পর থেকে গরু পাচার অনেক বেড়েছে। এই পাচারের প্রত্যক্ষ সুবিধা পেয়েছে তৃণমূল। অবৈধ পাচার চক্রের মাধ্যমে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর মদতে 900 কোটি টাকা তৃণমূল কংগ্রেস নিয়েছে। এর আগে দিনহাটার সভা থেকে কয়লা গরু পাচার নিয়ে যুব তৃনমূলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় কে আক্রমণ করেন শুভেন্দু। তৃণমূলের বিরুদ্ধে কয়লা ও গরু পাচারকান্ডকে হাতিয়ার করছে বিজেপি নেতৃত্ব। অবৈধ পাচারের তদন্তে সক্রিয় হয়েছে সিবিআই এর মত তদন্তকারী সংস্থা। শুভেন্দু অধিকারী আরো বলেন, দুর্নীতিগ্রস্ত ব্যানার্জি পরিবার। বারুইপুরের সভায় বলেছিলাম কিভাবে থাইল্যান্ডের একটি বিশেষ অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেওয়া হয়েছে। তখন বলা হয়েছিল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। বিনয় মিশ্র প্রসঙ্গে প্রশ্ন করা হলে তৃণমূলের নেতারা এড়িয়ে যান। 2013 সালে বিনয়কে তৃণমূল যুবার রাজ্যের ভাইস-প্রেসিডেন্ট করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিনয় মিশ্র ফেরার। শনিবার রাতে দিল্লি থেকে বাঁকুড়ার আইসি অশোক মিশ্রকে কয়লা পাচার গরু পাচারকান্ডে গ্রেপ্তার করা হয়। তিনি বিনয় মিশ্রের আত্মীয় বলে জানা গিয়েছে। শুভেন্দুর অভিযোগ মুখ্যমন্ত্রী দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না। যে এজেন্সি তৃণমূলের কাজে ব্যবহৃত হয়েছে তাদের কাছে ওইভাবে টাকা গিয়েছে। এটার তদন্ত হোক।