মমতা ব্যানার্জির নির্দেশে ভাইপো এইসব কিছু করেছে। কয়লা গরু পাচার নিয়ে মুখ্যমন্ত্রী কি কিছুই জানতেন না? সব জানতেন তিনি। এখন বৃন্দাবনে যাচ্ছেন। কয়লা গরু পাচার মানিব্যাগে করে হয় না। তাই সমস্ত কিছুই মমতা ব্যানার্জির জানা ছিল। এই অভিযোগ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। এদিন রাজ্যের কয়লা গরু পাচার প্রসঙ্গে তৃণমূল সরকারকে আক্রমণ করেন তিনি। অবৈধ পাচার এর বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সব জানতেন। তার নির্দেশেই তার ভাইপো সমস্ত কিছু করেছে বলে অভিযোগ করেন। বেশ কিছুদিন ধরেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কয়লা গরু পাচার নিয়ে তদন্ত শুরু করেছে। বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি কে জেরা করেছে সিবিআই। কিছুদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে জেরা করে কেন্দ্রীয় সংস্থা। অভিষেকের অন্যান্য আত্মীয়দেরও জেরা করা হয়। নির্বাচনের প্রত্যেকটি সভা থেকে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এই বিষয়ে মমতা এবং অভিষেককে আক্রমণ করছেন। এদিন সাংবাদিক বৈঠকে কয়লা গরু পাচার নিয়ে রাজ্য সরকারকে আক্রমণ করেন তিনি। এদিন অধীর চৌধুরী আরো বলেন, সব বিষয়ে আপনি নাটক করেন। আপনি যদি মনে করেন বিজেপিকে আটকাতে কংগ্রেসের সহযোগিতা দরকার। তাহলে মুর্শিদাবাদের দলের প্রার্থীদের প্রত্যাহার করে নিয়ে প্রকাশ্যে বলুন কংগ্রেসে যোগ দিলাম। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন।