উত্তর দিনাজপুরের রায়গঞ্জের তৃণমূল কংগ্রেস প্রার্থী কানহাইয়ালাল আগরওয়াল এর মন্তব্য নিয়ে রাজ্য রাজনীতিতে আলোড়ন শুরু হয়েছে। মনোনয়ন পর্ব মিটে যাওয়ার পরে সাংবাদিকদের মুখোমুখি হন কানহাইয়ালাল আগরওয়াল। সেখানে তাকে প্রশ্ন করা হয় 2016 সালের বিধানসভা নির্বাচনে আপনি কংগ্রেসের প্রার্থী হয়ে জয়ী হয়েছিলেন। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে অনুপ্রাণিত হয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তখন বলেছিলেন বিধায়ক তহবিলের টাকা দিয়ে উন্নয়ন করা সম্ভব নয়। তাই দলবদল এর সিদ্ধান্ত নিয়েছেন। এবারের নির্বাচনে যদি আপনি তৃণমূল প্রার্থী হয়ে জেতেন এবং রাজ্যে অন্য দলের সরকার গঠন হয় সেক্ষেত্রে আপনি কি পদক্ষেপ করবেন। এর উত্তরে কানহাইয়ালাল আগরওয়াল বলেন, বাম কংগ্রেসের জোট সরকার হবেনা। বাংলায় বিজেপি সরকার করতে পারবেনা। তখন তাকে 2016 নির্বাচনের বিষয়টি নিয়ে বলার পরে তিনি বলেন, যদি সেরকম কোনো পরিস্থিতি হয় তাহলে আগে যেমন ইসলামপুরের মানুষদের কাছ থেকে সিদ্ধান্ত নিয়ে দলবদল করেছিলাম। ঠিক সেভাবেই রায়গঞ্জের মানুষের মতামত নিয়ে পদক্ষেপ করা হবে। কংগ্রেসের প্রার্থী হিসেবে জেতার পরে সেই সময়ে তাকে নাকি সবাই তৃণমূল কংগ্রেসে যোগদান করার কথা বলেছিলেন। সেই কারণেই তিনি তৃণমূলে যোগ দেন। পরে যদি সেই পরিস্থিতি তৈরী হয় তাহলে তিনি রায়গঞ্জের মানুষের জনমত নেবেন। তৃণমূলের অনেকের মতে এবারের নির্বাচনে তৃণমূল কংগ্রেস শুধুমাত্র ক্ষমতায় আসার মতো আসন দখল করতে পারলে সে ক্ষেত্রে বিজেপি তৃণমূলের বিধায়কদের ভাঙিয়ে সরকার গঠন করার মত পরিস্থিতি তৈরী করতে পারে। তাই বেশি পরিমাণে আসনে জয় প্রয়োজন। এই কথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার বলেছেন। সেই সময় উত্তর দিনাজপুরের রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কানহাইয়ালাল আগরওয়াল এর এই মন্তব্যকে কেন্দ্র করে জোর চর্চা শুরু হয়েছে।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.