উত্তরবঙ্গে ভোট প্রচার শুরু করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুই দফা ভোট গ্রহণের পর এদিন মমতা তৃণমূলকে 200 বেশি আসনে জেতানোর জন্য আহ্বান জানান। বিজেপির বিরুদ্ধে দেশের অন্যান্য রাজ্য সরকার গঠনের জন্য অর্থ ও প্রশাসনিক ক্ষমতা ব্যবহারের অভিযোগ এসেছে। সম্প্রতি মধ্যপ্রদেশে কংগ্রেস নেতৃত্বাধীন সরকারের পতনের পর তৈরি হয়েছে বিজেপির সরকার। পশ্চিমবঙ্গে ঘোড়া কেনাবেচার কোনো অভিযোগ শোনা যায়নি। সেরকম কোনো পরিস্থিতি এর আগে তৈরি হয়নি। তবে ক্ষমতায় আসার পর থেকে বিরোধী রাজনৈতিক দলের একাধিক বিধায়ককে পুলিশের ভয় বা টাকার লোভ দেখিয়ে নিজেদের দলে তৃণমূলে যোগদান করিয়েছে বলে অভিযোগ রয়েছে বাম ও কংগ্রেসের। এদিন সভায় তিনি বেফাঁস মন্তব্য করেন। মমতা বলেন, 200 বেশি আসন চাই। তা না হলে গদ্দারদের নিয়ে সরকার গঠন করবে বিজেপি। আগেও ওরা গদ্দারদের টাকা দিয়ে কিনেছে। তৃণমূল 200 বেশি আসন না পেলে আবার টাকা দিয়ে গদ্দারদের কিনে নেবে ওরা। ভোটের মধ্যে ঘোড়া কেনাবেচার আশংকা প্রকাশ করলেন মমতা। নিজের দলের প্রার্থীদের প্রতি অনাস্থা প্রকাশ করে। মমতার এই মন্তব্য নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে তবে কি নিজের বাছাই করা প্রার্থীদের উপরও ভরসা নেই তৃণমূল নেত্রীর। ভোটের পর তারা বিজেপিতে চলে যেতে পারেন। কোচবিহারের এক জনসভায় এরকম বেফাঁস মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।