রাজ্যের দুই দফায় বিধানসভা নির্বাচন হয়ে গিয়েছে। এই দুই দফার নির্বাচনে অধিকাংশ আসনেই জিতবে বিজেপি। এই দাবি করেছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দাবি করেন প্রথম দুই দফার ভোটে বিজেপি হাফ সেঞ্চুরি হাঁকিয়ে ফেলেছে। বিজেপি এবং তৃণমূল দুই পক্ষের জন্যই এখন মনস্তাত্ত্বিক যুদ্ধ ও চাপ নেওয়ার খেলা। দ্বিতীয় দফায় ভোট গ্রহণ হয়ে যাওয়ার পর বিজেপি নেতা শুভেন্দু অধিকারী দাবি করেন বেগমের জেতা হচ্ছেনা। 2 মে তাকে ইস্তফা দিতে হবে। নন্দীগ্রাম আসনে মুখোমুখি লড়াই শুভেন্দু অধিকারী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের। মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন তৃণমূল 90 শতাংশ ভোট পাবে। নন্দীগ্রামে আমি জিতছি। এবারের বিধানসভা নির্বাচনে রাজ্যের ক্ষমতা দখল করাই বিজেপির একমাত্র লক্ষ্য। বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে বাংলা এবার পরিবর্তনের সরকার গড়বে বিজেপি।200-র বেশি আসনে জিতবে বিজেপি। প্রথম দফার নির্বাচন হয়ে যাওয়ার পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেন 30 শে 26 পাবে বিজেপি। তৃণমূলের বক্তব্য 250-এর বেশি আসন পাবে তৃণমূল।-বিজেপি দিবা স্বপ্ন দেখছে। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসবেন। নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষই যুযুধান। হাড্ডাহাড্ডি লড়াই চলছে। প্রথম দুই দফার ভোট শেষে এই কথা বললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।