আমি নন্দীগ্রামের মানুষকে অভিনন্দন জানাই। কাল যে 30 টি আসনে নির্বাচন হয়েছে এবং তার আগে যে 30 টিতে নির্বাচন হয়েছে সব আসনেই মা-মাটি-মানুষের খুব ভালো ভোট হয়েছে। নিশ্চিন্তে থাকুন। আপনারা জয়ের পথের দিকে তাকিয়ে থাকুন। এই কথা বললেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি কোচবিহারের দিনহাটায় দলীয় সভায় বক্তব্য রাখেন। সেই সভা থেকেই তিনি সারা রাজ্যের তৃণমূল কর্মীদের অভয় দিতে চাইলেন। দলীয় কর্মীদের মধ্যে আত্মবিশ্বাস জোগাতে চাইলেন। এদিনের সভায় থেকে তিনি কেন্দ্রীয় বাহিনী এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে আক্রমণ করেন। মমতা বলেন, উইথ হাম্বল রিগার্ডস টু দ্য ইলেকশন কমিশন কমিশন ভোট টা করছে না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভোট করছে। আমি শুধু নির্বাচনের জন্য শান্ত আছি। ভোট হয়ে যাক বিজেপির যে হার্মাদরা তাণ্ডব চালাচ্ছে কাউকে রেহাই দেবোনা। আমি এখনো মরে যাইনি। আমি চুরি পরে বাড়ীতে বসে থাকি না। কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামানিক কে বিজেপি প্রার্থী করেছে। দিনহাটায় তৃণমূলের প্রার্থী উদয়ন গুহ। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যাকে উদয়নের বিরুদ্ধে প্রার্থী করেছে সে কেমন ছেলে আপনারা জানেন। আর কি কি হবে। এমপি হবে এমএলএ হবে জুতোর দোকান করবে মিষ্টির দোকান করবে আর কি কি করবে। দলীয় সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কর্মীদের বলেন, যদি ভোটের আগের দিন ওরা গ্রামে গিয়ে ভয় দেখায় তাহলে তোমরাও পাল্টা ঘুরে বেড়াবে। অনেকের মতে বেশকিছুদিন ধরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় বদলার সুর শোনা যাচ্ছে। এদিনও সেই কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।