নন্দীগ্রামে দিদি হারছেন। এটা উনি নিজেও বুঝে গিয়েছেন। কিছুই করার নেই। 2 মে দিদি যাচ্ছেন। এই কথা বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি এদিন কোচবিহারের শীতলকুচি তে দলীয় সভায় বক্তব্য রাখেন। সেখানে অমিত শাহ আরো বলেন, দিদির পরামর্শদাতারা জিজ্ঞেস করছেন আর কোথায় দাঁড়ানো যায়। তখন বলছেন যেখানেই দাঁড়াই উত্তরবঙ্গে দাঁড়াবো না। তবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয় কোনো আসনে লড়ছেন না। এবারের নির্বাচনে নন্দীগ্রাম আসনের দিকে সকলেরই লক্ষ্য রয়েছে। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর মুখোমুখি লড়াই। সেই কেন্দ্রের ফলাফল এর আগাম আভাস দিয়ে বিজেপি তৃণমূলের মনোবল ভাঙতে চাইছে। ঠিক সেইভাবেই তৃণমূল বিভিন্ন ভাবে বোঝাতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায় জিতছেন। কারণ এখনো ছয় দফার নির্বাচন বাকি রয়েছে। তা না হলে নিচুতলায় কর্মীদের নামানো যাবে না। এদিন উত্তরবঙ্গের অনুন্নয়ন নিয়ে মমতা কে আক্রমণ করেন অমিত শাহ। তিনি বলেন, কলকাতা থেকে কোচবিহার এর দূরত্ব 700 কিলোমিটার। দিদির মনে সেটা 7 হাজার কিলোমিটার। তাই উন্নয়ন করেননি। স্বাস্থ্যব্যবস্থা পরিকাঠামো যোগাযোগব্যবস্থা কিছুই নেই। বিজেপির সরকারে এলে অগ্রাধিকারের জায়গা হবে উত্তরবঙ্গ। পৃথক উন্নয়ন বোর্ড তৈরি করে দুই হাজার কোটি টাকা দেওয়া হবে পরিকাঠামো উন্নয়ন করার জন্য। উত্তরবঙ্গে এইমস তৈরি করা হবে। এর আগেও জঙ্গলমহল এবং সুন্দরবনে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এইমস তৈরি করার প্রতিশ্রুতি দিয়েছেন। এদিন কোচবিহারের দিনহাটায় গিয়েছেন মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই দিনেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ওই জেলার শীতলকুচি তে দলীয় সভা থেকে তৃণমূলকে আক্রমণ করেন।