বৃহস্পতিবার নির্বাচন শুরু হওয়ার পর থেকেই বিভিন্ন জায়গা থেকে বিক্ষিপ্তভাবে অশান্তির খবর আসতে থাকে। অনেক জায়গায় বুথে ঢুকতে গিয়ে বাধাপ্রাপ্ত হন প্রার্থীরা। এদিন পশ্চিম মেদিনীপুরের ডেবরা আসনে ভোটগ্রহণ হয়। এই কেন্দ্রে দুই প্রাক্তন আইপিএস বিজেপির প্রার্থী ভারতী ঘোষ এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী হুমায়ুন কবীর প্রতিদ্বন্দ্বিতা করছেন। বেশ কিছু জায়গায় বিজেপি প্রার্থী ভারতী ঘোষ বিক্ষোভের মুখে পড়েন। তৃণমূল প্রার্থী হুমায়ুন কবীর অভিযোগ করেন তাকে কেন্দ্রীয় বাহিনী বুথে ঢুকতে বাধা দিয়েছে। ডেবরার একটি বুথে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ পেয়ে বিজেপির মন্ডল সভাপতি কে নিয়ে ভারতী ঘোষ সেখানে যান। সেই সময়ে বিজেপি প্রার্থী বহিরাগতকে নিয়ে বুথে ঢুকেছে এই অভিযোগে তৃণমূল বিক্ষোভ দেখায়। তুমুল উত্তেজনা তৈরি হয়। বুথের বাইরে দুই দলের কর্মীরা বিক্ষোভ দেখাতে থাকেন। পুলিশ ময়দানে নেমে পরিস্থিতি আয়ত্তে আনে। ভারতী ঘোষ ঘনিষ্ঠ বিজেপি নেতাকে গ্রেপ্তার করা হয়। তারপরেই বিজেপির কর্মী-সমর্থকেরা ক্ষোভে ফেটে পড়েন। দীর্ঘক্ষন পর পরিস্থিতি আয়ত্তে আসে। তৃণমূল প্রার্থী হুমায়ুন কবীর অভিযোগ করেন তাঁর কাছে সমস্ত নথি থাকা সত্বেও বুথে ঢুকতে বাধা দেওয়া হয়েছে। বিজেপি প্রার্থী ভারতী ঘোষকেও তিনি আক্রমণ করেন। দ্বিতীয় দফার ভোট গ্রহণে তৃণমূল-বিজেপি বিবাদে পশ্চিম মেদিনীপুরের ডেবরা উত্তপ্ত হয়ে উঠলো।