আমি সব বহিরাগত গুন্ডাদের ভিডিও করে রেখেছি। ইলেকশনটা হয়ে যাক তারপর সব দেখে নেবো। কত ধানে কত চাল। তখন দেখবো কোন গদ্দার কতটা শেলটার দেয়। কোথায় যাবে দিল্লি। কোথায় যাবে বিহার। কোথায় যাবে উত্তর প্রদেশ। রবিন মান্নাকে খুন করে যদি ভাবো ছাড় পেয়ে যাবে কান ধরে টেনে নিয়ে আসব। এই কথা বললেন মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি গোঘাটের দলীয় সভায় এই ভাষায় বক্তব্য রাখেন। মঙ্গলবার নন্দীগ্রামের প্রচার শেষ হওয়ার কিছুক্ষণ পরেই বিজেপির পক্ষ থেকে নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হয়। বিজেপির অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় ভোট মিটলেই দেখে নেবেন বলে হুমকি দিচ্ছেন। এদিনের সভায় মমতা আরো বলেন, আরো অনেক কেস আছে সব কেস বের করব। ভদ্রতার জন্য কিছু করিনি। অত বাড়াবাড়ি করতে যেওনা। নন্দীগ্রামে নির্বাচনী প্রচার করতে গিয়ে একাধিক জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি ঘিরে জয় শ্রীরাম স্লোগান দেওয়া হয়। তখন সেখানে তিনি এক সভায় বলেছেন মাথা ঠান্ডা রাখুন। তবে এদিন গোঘাটের সভা থেকে বদলার কথা বললেন বলেই মনে করা হচ্ছে। মমতা বলেন, আমার দলের লোকেরা বলে আপনি শয়তানদের বিরুদ্ধে কিছু করেন না। আমি বলি করি। কিছু লোককে বেশি ভালোবেসেছিলাম। কি আর করব। তাদের এত বড় সাহস। নির্বাচন কমিশনের উদ্দেশ্যে তিনি বলেন, একাধিক জায়গায় গাড়ি ঘিরে বিক্ষোভ হয়েছে। নির্বাচন কমিশনকে জানানো সত্ত্বেও কোনো ব্যবস্থা নেয়নি। যদি দলের ছেলেদের বলি না তাড়া কর ল‍্যাজ তুলে পালাবে। এদিনের সভায় থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এই ভাষায় বক্তব্য রাখেন।