নন্দীগ্রামে ভোটগ্রহণ 1 এপ্রিল। মুখোমুখি লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী। নির্বাচনে সবার নজর এই নন্দীগ্রামে। ভোট গ্রহণের আগে শেষবেলার প্রচারে নন্দীগ্রাম ছিল সরগরম। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রোড শো করেছেন। নন্দীগ্রামের ভেটুরিয়া মোড় থেকে রেয়াপাড়া পর্যন্ত বহু মানুষের ভিড়। শুভেন্দু অনুগামী এবং বিজেপি কর্মী সমর্থকদের উন্মাদনা ছিল। শুভেন্দু অধিকারী উজ্জীবিত। উৎসাহী অমিত শাহ। রোড শো শেষ করার পরে অমিত শাহ বলেন, বাংলার মানুষ আসল পরিবর্তনের জন্য আকুল। মমতা বন্দ্যোপাধ্যায় যদি নন্দীগ্রামে পরাস্ত হন তাহলে সেই পরিবর্তন আনার কাজ খুব সহজ হবে। মমতা দিদি এখানে হারলেই বাংলায় পরিবর্তন নিশ্চিত। সাংবাদিক বৈঠকে অমিত শাহ বলেন, নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী বড় ব্যবধানে জিতবেন। আমি বলছি শুভেন্দুকে বিপুল ব্যবধানে জেতান। এতটাই ব্যবধান হয় যাতে মা-মাটি-মানুষকে ধোকা দেওয়ার সাহস ভবিষ্যতে কেউ যেন না দেখায়। বিজেপি নেতা এবং প্রার্থী শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে নির্বাচনের আগে স্থানীয় উন্নয়নের লক্ষ্যে বেশ কিছু প্রতিশ্রুতি ঘোষণা করেছেন। প্রতিটি পঞ্চায়েত এলাকায় একটি করে স্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলা প্রতিটি ব্লকে একটি করে পলিটেকনিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা গোকুলনগর সাংস্কৃতিক কেন্দ্রের পত্তন দুটি মহিলা কলেজ গড়ে তোলাসহ একাধিক প্রতিশ্রুতি ঘোষণা করেছেন শুভেন্দু। এদিন অমিত শাহ বিজেপি কর্মী গোপাল মজুমদারের মায়ের মৃত্যুতে মমতার কাছে জবাবদিহি দাবি করেন। বিজেপি কর্মীর স্ত্রীর ধর্ষণের প্রসঙ্গেও বলেন অমিত শাহ। এদিন তিনি বাংলার নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন। নন্দীগ্রাম পাঁশকুড়া ডেবরা এবং ডায়মন্ডহারবার মিলিয়ে মোট চারটি রোড শো করেছেন তিনি।