ভোটের বাংলায় অশীতিপর বৃদ্ধার মৃত্যুর ঘটনা রাজ্য রাজনীতিতে নতুন মাত্রা যোগ করল। গত 27 ফেব্রুয়ারি নিমতায় বাড়িতে ঢুকে বিজেপি কর্মীর মাকে মারধরের অভিযোগ উঠেছিল এলাকার তৃণমূলের বিরুদ্ধে। সেই ঘটনা সামনে আসতেই সারা রাজ্য জুড়ে নিন্দার ঝড় ওঠে। তারপরে ওই আক্রান্ত বৃদ্ধার বাড়িতে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এবং অর্জুন সিং সহ অন্যান্যরা গিয়েছিলেন। নিমতার বিজেপি কর্মীর বৃদ্ধা মায়ের মৃত্যু হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা অরবিন্দ মেননরা টুইটে মমতা সরকারের আমলে বাংলায় নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস মৃত্যু নিয়ে সংকীর্ণ রাজনীতির অভিযোগ করেছে। বৃদ্ধার মৃত্যুতে শোক প্রকাশ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইটে লিখেছেন টিএমসির গুন্ডাদের নির্মম অত্যাচারে আজ বাংলার কন‍্যা শোভা মজুমদার মহাশয়ার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত।এই পরিবারের গভীর ক্ষত আর ব্যথা দীর্ঘদিন মমতা দিদিকে বিদ্ধ করবে।হিংসামুক্ত ভবিষ্যত গড়তে, বাংলার মা-বোনেদের জন্য সুরক্ষিত রাজ‍্য গড়তে বাংলা লড়াই করবে। বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা টুইটে লিখেছেন, নিমতার বৃদ্ধ মা শোভা মজুমদারের আত্মার শান্তি কামনা করি। ছেলে গোপাল মজুমদার বিজেপি করার জন্য আজ তাকে প্রাণ দিতে হলো। বিজেপি এই বলিদানকে সর্বদা মনে রাখবে। ইনিও।বাংলার মা ছিলেন ইনিও বাংলার মেয়ে ছিলেন। বিজেপি সব সময় বাংলার মা ও মেয়েদের সুরক্ষার জন্য লড়াই করবে। দ্বিতীয় দফার নির্বাচনের আগে তৃণমূলের হাতে আক্রান্ত বৃদ্ধার মৃত্যু কে হাতিয়ার করেছে বিজেপি।