নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে মুখোমুখি লড়াই শুভেন্দু অধিকারীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের। নির্বাচনের প্রচার যুদ্ধে শুভেন্দু পুরোদমে লড়াই করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এক ইঞ্চি জমিও ছাড়তে চাইছেন না। নন্দীগ্রাম ব্লক 2 সভা মমতার। তারপরে বয়াল 2 নম্বর ব্লক এবং আমদাবাদ উচ্চ বিদ্যালয় এর মাঠে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা। দলীয় জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সকাল সকাল ভোট দিন। ওরা গুন্ডা নিয়ে ভয় দেখাবে। মনে রাখবেন যারা ভয় পায় তারাই ভয় দেখায়। বাংলার যে কোন জায়গা থেকে তাড়াতে পারতাম। কিন্তু নন্দীগ্রামে এলাম। কারণ এটি আন্দোলনের ভূমি। আমি এই আন্দোলনকে লড়াই কে স্যালুট করতে চাই। আমার একটা দুটো তিনটে জায়গায় দাঁড়ানোর দরকার নেই। এখানে দাঁড়াবো এখানে জিতবো সরকার গড়বো এখানে। দিনের-পর-দিন নন্দীগ্রামে মানুষকে ঢুকতে দেওয়া হয়নি। নরেন্দ্র মোদির কৃষকদের সব অধিকার কেড়ে নিতে চায়। কিন্তু কেড়ে নিতে দেবেন না। 1 এপ্রিল দ্বিতীয় দফার ভোটে তৃণমূলের এজেন্টরা সতর্ক থাকুন। সবাই মাছ পড়ে ভোটকেন্দ্রে যাবেন। গণনার দিন কারো কাছ থেকে কিছু খাবেন না। একমাস মেশিন পাহারা দিতে হবে। কোনো পরিচিত বন্ধু হলেও ছাড়বেন না। এরপরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কাঁথিতে তৃণমূলের হয়ে দাঁড়িয়েছিলেন অখিল গিরি। আর কেউ ভোটে দাঁড়ায়নি। তৃণমূলের জন্মের সময় ওরা ছিলোনা। তৃণমূল ক্ষমতায় আসার পর সব জিতে শুরু করলো। আমি গণতন্ত্রের মানুষ গণতন্ত্রের হয়ে লড়াই করি। পাঁচদিন নন্দীগ্রামে থেকে ভোট মিটিয়ে যাব। নন্দীগ্রাম আমার প্রিয় তাই লড়াই করতে চেয়েছিলাম। এদিনের সভায় থেকে রাজ্যবাসীর জন্য বিভিন্ন উন্নয়নের উল্লেখ করেন মমতা। সেখানে তিনি দুয়ারে সরকার বিনা পয়সায় স্বাস্থ্য 5 লক্ষ টাকার কার্ড সহ বিভিন্ন বিষয়ে উল্লেখ করেন। এদিনের সভায় থেকে বিজেপি কেও আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।