ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভায় আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। তারপর রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রচারে কৌশলগতভাবে জে পি নাড্ডা নীতিন গড়কড়ির মতো নেতাদের দিয়ে রোড শো না করিয়ে মিঠুন চক্রবর্তীকে দিয়ে বিজেপি সভা ও রোড শো করাচ্ছে। তাতে ভিড় হচ্ছে। রবিবার দোলের দিন মিঠুন চক্রবর্তীর প্রতিটা রোড শোতেই ভিড় ছিল। উন্মাদনাও ছিল। এদিন চন্দ্রকোনা কেশপুর ডেবরায় রোড শো করেন মিঠুন। ডেবরায় বিজেপির প্রার্থী ভারতী ঘোষ। মঞ্চে ভিড়ের উদ্দেশ্যে প্রশ্ন করেন, আজ কি নতুন ডায়ালগ হবে। উত্তর আসে হ্যাঁ। তখন মিঠুন চক্রবর্তী বলেন, আমার পুরনো একটা ছবির ডায়লগ মনে পড়ছে। ভারতী ঘোষের জন্য সেই ডায়ালগ টা বলতে চাই। ইয়ে ইলাকা সায়েদ কিসিকা হোগা মাগর আবসে ইয়ে বিজেপি কা হোগা। মিঠুন চক্রবর্তী জানান, এদিনের রোড শোতে যে উন্মাদনা দেখেছেন। তাতে বাংলায় পরিবর্তন অনিবার্য। মানুষ রাজ্যে পালাবদলের জন্য মনস্থির করে ফেলেছেন। কেউ আটকাতে পারবেনা। ডেবরার সভায় মিঠুন বলেন, বাংলায় গরিব মানুষের অধিকার কেড়ে নিতে দেওয়া হবে না। কেড়ে নিতে চাইলে রুখে দাঁড়ান। আমার মত কিছু লোককে পাবেন যারা অন্যায়ের বিরুদ্ধে লড়ে যাবেন। সভার শেষে জয় ভোলেনাথ জয় মা তারা থেকে শুরু করে জয় শ্রীরাম কিছু বলাই বাকি রাখেননি মিঠুন। শেষে আল্লাহ হাফিজ বলেন। বাংলায় এবারের ভোটে বিজেপির কোনো হিন্দু নেতার মুখে এই প্রথম শোনা গেল আল্লাহর কথা। বিজেপির একমাত্র লক্ষ্য বাংলা দখল করা। সেই লক্ষ্যেই সমস্ত রাজনৈতিক দলগুলি লড়াই করছে। একদিকে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ফেরার জন্য লড়ছে। অন্যদিকে ক্ষমতা দখলের লক্ষ্যে বাংলায় পাখির চোখ বিজেপির।