নানুরের এক তৃণমূল নেতা দলীয় সভায় বলেন বিজেপি 70% হিন্দুদের নিয়ে দল করছে। তাহলে আমরাও 30% জনগোষ্ঠী চারটে পাকিস্তান তৈরি করতে পারি। এই বিষয়ে বিজেপি নেতা সায়ন্তন বসু বলেন, বীরভূমের মাটিতে দাঁড়িয়ে কেউ পাকিস্তান বানানোর কথা বলছে। এখানকার মানুষ সেটা সহ্য করছে? এরকম কথা বলবে যে তার জিভ ছিড়ে নিন। এদিন বীরভূমের পুরন্দরপুরের দলীয় সভায় থেকে এই কথা বলেন বিজেপি নেতা সায়ন্তন বসু। সেখানে তিনি আরো বলেন, বীরভূমের মানুষদের দেখে আমার করুণা হচ্ছে। তৃণমূলের এক নেতা 30% লোক নিয়ে দেশের মধ্যে পাকিস্তান তৈরীর কথা বলছে। আর আপনারা তার জিভ এখনো আস্ত রেখেছেন। আমি কর্মীদের বলছি যদি এইসব কথা কেউ বলে তার জিভটা ছিড়ে গাছের ডালে বেঁধে দিন। তৃণমূল নেতার ওই মন্তব্যের পরিপ্রেক্ষিতে শোকজ করে নির্বাচন কমিশন। তিনি তার জবাব দিয়েছেন। এরআগেও সায়ন্তন বসু কে পুলিশের বিরুদ্ধে একাধিকবার বিভিন্ন মন্তব্য করতে দেখা গিয়েছে। তিনি এদিন বলেন, পুলিশ যদি ব্যবস্থা না নেয় পুলিশের সামনে ধর্নায় বসুন। পুলিশকে মারবেন না। 2 তারিখের পরে পুলিশদের নিয়ে আমাদের চলতে হবে। সায়ন্তন আরও বলেন, বিজেপি কর্মীদের ওপর হামলাকারীদের এমন মারুন জীবনে কোনদিন যেন হামলা করার কথা না ভাবে। ভোটের সময় বুথে যদি রিগিং করতে আসে তাহলে এমন মারবেন যাতে পায়ে হেঁটে আসবে হামাগুড়ি দিয়ে বাড়ি যাবে। এদিনের সভায় থেকে এই মন্তব্য করেন সায়ন্তন বসু।