প্রথম দফার ভোট গ্রহণ চলাকালীন বিজেপির এক প্রতিনিধি দল নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়। সেই প্রতিনিধিদলে বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় অর্জুন সিং শিশির বাজোরিয়া ছিলেন। রাজ্যে প্রথম দফার ভোটে বেশ কিছু জায়গায় অশান্তির খবর পাওয়া গিয়েছে। বিজেপির নেতা কৈলাস বিজয়বর্গীয় বলেন, প্রথম দফার ভোটে রিগিং কম হয়েছে। হিংসা কম হয়েছে। 90% বুথে নির্বিঘ্নে ভোট হয়েছে। দ্বিতীয় দফায় আরো সাবধানতা অবলম্বন করতে হবে। প্রথম দফায় ভোটারদের ঘুষ দেওয়ার চেষ্টা হয়েছে। কৈলাস আরো বলেন, অনেকদিন ধরে ভোট দেখছি। ছয় বছরে কম রিগিং হয়েছে। শুভেন্দু অধিকারী এবং তার ভাই সৌমেন্দু অধিকারীর গাড়িতে হামলা হয়েছে। তালিকাভুক্ত অপরাধীদের গ্রেপ্তার করা হলে আর এরকম হবে না। চার দশকে বাংলায় এত সুষ্ঠু ও অবাধ ভোট হল। প্রথম দফার ভোটে অশান্তির খবর নিয়ে কৈলাস বলেন, ঢিল মারলে পাটকেল খেতেই হবে। শিশির বাজোরিয়া বলেন, 2 মে কি হবে মমতার কথায় সেটা স্পষ্ট হয়েছে। একজন মুখ্যমন্ত্রী বলছেন এলাকায় ঢুকতে পারছেন না। এখানেই বোঝা যায় তিনি আর জিততে পারবেন না। প্রথম দফার ভোট গ্রহণ নিয়ে নির্বিঘ্নে ভোট হয়েছে বলে জানালেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়।