রাজ্যে যখন প্রথম দফার ভোট গ্রহণ চলছে তখন পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এক নতুন খেলা দেখা গেল। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে বসে রয়েছেন। তার হাতে একটি প্লাস্টিকের ফুটবল রয়েছে। দর্শক আসনে বসা এক মহিলাকে তিনি ডেকে নিলেন। তারপর হুইলচেয়ারে বসে হাতে করে সেই ফুটবল ছুড়ে দিলেন। মহিলা সেই বল তালুবন্দি করতেই মমতা বন্দ্যোপাধ্যায় বলে উঠলেন বোল্ড আউট বিজেপি বোল্ড আউট। দেখলেন যেটা বলি সেটাই করি। ওই এক পায়ে এমন শট দেবনা বিজেপি তোমাকে কান মুলে রাজনৈতিকভাবে মাঠের বাইরে বের করে দেব। তৃণমূলের নির্বাচনী স্লোগান খেলা হবে এতদিন ধরে শোনা যাচ্ছিল। এবার মঞ্চে আক্ষরিক অর্থেই সেই খেলা দেখা গেল। নারায়ণগড়ে দলীয় জনসভায় একজনকে মমতা বলেন বলটা মেরে দেখাও তো। তারপর তিনি সেই বল হাতে নিয়ে বলেন আমি তো বসে আছি। কিভাবে খেলবো। একজন মা বোন চলে আসুন। সামনাসামনি বলটা আপনাদের হাতে তুলে দেব। তারপরেই মহিলা যখন হ্যাঁ জানান তখন তিনি হুইল চেয়ারে বসেই বল ছুড়ে দেন। তারপর এই চিৎকার। এদিনের সভা থেকে শিশির অধিকারী এবং শুভেন্দু অধিকারী কে গদ্দার এবং মীর জাফর বলেন মমতা। তিনি বলেন, দুই গদ্দার ছিল। বাপ আর ব্যাটা। এখন বিজেপিতে গিয়ে জ‍্যাঠা হয়েছে। যত বলি ততো আমার ঘৃণা হয়। লজ্জাটা আমার। আমি এত দিয়েছি। যা চেয়েছে তাই দিয়েছি। নারায়ণগড়ে সভায় বিজেপির বিরুদ্ধে ভোট লুটের অভিযোগ করেন মমতা। তিনি বলেন, কাল রাত বারোটার সময় জ্যাঠার এক ব্যাটা টাকা দিচ্ছিল। হাতেনাতে ধরা পড়েছে। মা-বোনেরা বহিরাগত গুন্ডাদের মোকাবিলা করে পুলিশের হাতে দিয়ে দিয়েছে। কাল নন্দীগ্রামে যাব। 28 29 30 31 1 তারিখে ওখানেই থাকবো। বিজেপির গুন্ডারা কি করে দেখতে চাই। 1 এপ্রিল রাজ্যের দ্বিতীয় দফার ভোট গ্রহণে নন্দীগ্রামের দিকেই সকলের নজর রয়েছে। মমতা বন্দ‍্যোপাধ‍্যায় এবং শুভেন্দু অধিকারী দুই হেভিওয়েটের লড়াই এই কেন্দ্রে।