প্রথম দফার নির্বাচনের আগে এদিন কাঁথিতে জনসভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জনসভা থেকে তৃণমূল কে আক্রমণ করেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে নরেন্দ্র মোদি বলেন, তৃণমূল সরকার তোলাবাজির সরকার অরাজকতার সরকার। হিংসা অত্যাচারে তোল্লাই দেওয়া সরকার। আপনি খেলা করবেন আমরা সেবা করব ।খেলা নয় সেবা হবে। বিজেপির একটাই মন্ত্র গরিবের রোজগার গরিবের বাড়ি গরীবের সম্মান। সভা থেকে নরেন্দ্র মোদি আরও বলেন, দিদি গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমির মানুষ কাউকে বহিরাগত মানেন না। বিজেপি সরকার করলে সেই সরকারের মুখ্যমন্ত্রী হবেন এই ভূমির সন্তান। আপনার রাজ্য থেকে বোমা বন্দুকের ধামাকার খবর আসছে। তার শব্দ শোনা যাচ্ছে। দিদি শুধু দেখে যাচ্ছেন। বাংলায় শান্তি চাই। বাংলা হিংসা মুক্ত করতে চাই। এদিনের সভায় থেকে কাটমানি তোলাবাজির বিরুদ্ধে আক্রমণ করে মোদি বলেন, সিন্ডিকেটের ফলে হলদিয়া কে ধ্বংস করে দিয়েছে। হলদিয়া এলাকাকে বন্দর সংক্রান্ত প্রকল্পের আওতায় আনা হবে। পর্যটনের সম্ভাবনা আছে। যুবক-যুবতীদের কর্মসংস্থান হবে। বঙ্গভূমি ও ভারত ভূমি এক। বঙ্গভূমিতে কেউ বহিরাগত নন। এখানে কোনো ভারতবাসী বহিরাগত নন। এবার বাংলায় ডবল ইঞ্জিন সরকার করবে বিজেপি। মোদি আরো বলেন, দিদি নন্দীগ্রাম আপনাকে অনেক কিছু দিয়েছে। এখন আপনি নন্দীগ্রামের মানুষদের অপমান করছেন। নন্দীগ্রাম বাসিরা এই অপমানের সাজা দেবেন। এই ভোটেই দেবেন সেই সাজা। এদিনের সভায় থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে আক্রমণ করে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.