বাঁকুড়া জেলার তিনটি বিধানসভা কেন্দ্র বিষ্ণুপুর ওন্দা এবং বাঁকুড়ায় জনসভার কর্মসূচি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় জনসভা থেকে মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমার এক পায়ের বদলে লক্ষ লক্ষ পা পেয়েছি। আপনাদের পায়ের সাহায্যেই রোজ আসছি। জঙ্গলমহলে প্রতিদিন রক্ত ঝরত। জঙ্গলমহলে 40000 ছেলেমেয়েকে চাকরি দেওয়া হয়েছে। যাতে তারা মূল স্রোতে ফিরে আসেন। কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে আক্রমণ করে মমতা বলেন, একের পর এক সরকারি সংস্থার বেসরকারিকরণ হচ্ছে। ব্যাংকের বেসরকারিকরণ হচ্ছে। নোট বন্দির মত ব্যাংক বন্ধ হলে আপনার টাকা চলে যাবে। এদিনও ভোটের মেশিন পাহারা দেওয়ার নির্দেশ দেন মমতা। তিনি আরো বলেন, টাকা দিলে নেবেন কিনা সেটা আপনার ব্যাপার। তবে ওটা আপনার টাকা। টাকা নিলেও ভোট দেবেন না। ভোটটা জোড়া খুলে দেবেন। খেলা হবে বিজেপি খালি হবে স্লোগান দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মমতা বলেন, 291 টা কেন্দ্রে আমাকে ভোট দেবেন। তবে এই আপনাদের বিনামূল্যে চাল দিতে পারব। সুবিধা দিতে পারব। বাংলায় যারা ভিন রাজ্য থেকে আসে তাদের বহিরাগত বলি না। যারা শুধু ভোটের আগে আসে তাদের বহিরাগত বলি। বিষ্ণুপুরে হেরিটেজ টাউন হবে বলে জানান তিনি। এরপরেই মমতা বলেন, মোদির মতো এত বড় একটা মিথ্যাবাদী জীবনে দেখিনি। প্রধানমন্ত্রীর চেয়ারটাকে আগে সম্মান করতাম। এখন আর করিনা। এদিন দলীয় জনসভা থেকে বিজেপিকে আক্রমণ করে বলেন মমতা বন্দ্যোপাধ্যায়।