বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক প্রচার শুরু হয়েছে। এদিন বাঁকুড়ার ওন্দা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অমরনাথ সাহার সমর্থনে এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন বিজেপি নেতা এবং প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়। সেই জনসভা থেকে তিনি তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেন। রাজীব বলেন, উনি জেনে গিয়েছেন বাংলায় পরিবর্তন হচ্ছে। তাই এখন বাংলার সঙ্গে দিল্লিকে জড়াচ্ছেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজীব বলেন, মানুষ চাইছেন গত 10 বছরে উনি যে কাজ করতে পারেননি বিজেপি সেই কাজ করবে। 2 মে রাজ্যে আসল পরিবর্তন হবে। উনি বলেছেন সব কাজ করেছেন। তাহলে এখনো পর্যন্ত বাঁকুড়ায় কেন পানীয় জল পৌঁছায়নি। ফসলের ন্যায্য দাম নেই। বিভিন্ন বিষয়ে মানুষের এত ক্ষোভ কেন? রাজ্যের শিল্পায়নের প্রসঙ্গে রাজীব বলেন, বেঙ্গল গ্লোবাল সামিটের নামে কয়েক লক্ষ কোটি টাকা খরচ হয়েছে। কিন্তু কতগুলি নতুন শিল্প রাজ্যে এসেছে? প্রশ্ন তোলেন তিনি।