Rajib Ghosh – ভোট এলেই কাউকে 500 টাকা কাউকে হাজার টাকা দেয়। তাদের অনেক টাকা। আমি বুঝতেই পারিনি। আমি একটা বড় গাধা জানেন তো। নিজেই নিজেকে গাধা বলছি কারণ আমি বুঝতে পারিনি। ওদের এত গুন লুট দাঙ্গা মানুষ খুন। এই কথা বললেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন পূর্ব মেদিনীপুরের দক্ষিণ কাঁথি থেকে দলীয় সভায় বক্তব্য রাখেন মমতা। সেখানে তিনি আরো বলেন, এত টাকা যে সেই টাকা বাঁচানোর জন্য পালিয়েছে। কত টাকা। 5000 কোটি টাকা করেছে। কন্টাই কোঅপারেটিভ ব্যাংক আর সব কি কি আছে। হাজার হাজার কোটি টাকা করেছে। কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান শুভেন্দু অধিকারী। বাংলার অন্যতম এই কো-অপারেটিভ ব্যাংক। এদিন সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় নাম না করে শুভেন্দু অধিকারী কে নিশানা করতে চেয়েছেন বলে মনে করা হচ্ছে। সরাসরি সম্পত্তির হিসাব নিয়ে সরব হয়েছেন মমতা। নন্দকুমার এর জনসভা থেকে তিনি বলেন, বিজেপি মানে ভারতীয় জঘন্য পার্টি। প্রথম দফার ভোটের আগে শেষ রবিবার। তাই এদিনের প্রচারে সমস্ত রাজনৈতিক দল দলীয় জনসভা করেছে। একাধিক জায়গায় দলীয় জনসভা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।