এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস বহিরাগত ইস্যু নিয়ে প্রচারে নেমেছে। বিজেপির কেন্দ্রীয় নেতাদের বহিরাগত বলে আক্রমণ করছে তারা। এই প্রসঙ্গে বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, তৃণমূল এই রাজ্যে লগ্নি আনতে পারেনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে যে শিল্পপতিরা ভালো কথা বলেছেন তারাই রাজ্য থেকে বিনিয়োগ সরিয়ে নিয়ে গিয়েছেন। রাজ্যে 100 দিনের কাজে দুর্নীতি হয়েছে। তাই নিজের পরিবার প্রতিপালন করার জন্য ভিন রাজ্যে যেতে বাধ্য হয়েছেন প্রবাসী শ্রমিকরা। সেখানেও তাদের উপার্জন বন্ধ করতে চাইছে তৃণমূল। মুর্শিদাবাদ উত্তর 24 পরগনা থেকে প্রবাসী শ্রমিকরা ফোন করছেন।অন্য রাজ্যে থাকতে আশঙ্কা প্রকাশ করছেন। তৃণমূলের পক্ষ থেকে যেভাবে অবাঙালিদের বহিরাগত বলে প্রচার করা হচ্ছে তাতে তারা আশঙ্কিত। নির্বাচনে বিজেপিকে রুখতে বাঙালি বনাম বহিরাগত ইস্যু নিয়ে রাজনৈতিক প্রচার শুরু করেছে তৃণমূল। বিজেপির দাবি তৃণমূলের এই বহিরাগত প্রচারের ফলে প্রবাসী শ্রমিকরা কাজ হারাতে পারেন। সরকারি দলের কাণ্ডজ্ঞানহীন প্রচারে হিংসার শিকার হতে পারেন তারা। এদিন তৃণমূলকে আক্রমণ করে এই কথা বলেন শমীক ভট্টাচার্য।