2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় ইস্তেহারে যা বলেছিলেন সেই কাজ হয়নি দেখিয়ে দিক। 2016 সালে যা বলেছিলেন কাজ হয়নি সেটা দেখিয়ে দিক। তারপরে কথা বলবো। ওরা আসলে পাগল। ভেড়ার পালের মত চিৎকার করে যাবে কেউ সেই কথা শুনবে না। বিরোধীদের উদ্দেশ্যে এই কথা বললেন তৃণমূল কংগ্রেসের বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছেন। সেখানে রাজ্যে ক্ষমতায় ফিরলে রাজ্যবাসীর জন্য কি কি করবেন সেই বিষয়ে বলেছেন। বিধানসভা নির্বাচনে উন্নয়নকে সামনে রেখেই দল এগিয়ে যাবে বলে জানানো হয়েছে। সমস্ত জেলায় তৃণমূল কংগ্রেসের নির্বাচনী ইস্তেহার প্রকাশ হয়েছে। দলের নেতা-কর্মীরা সেই ইস্তেহার সামনে রেখে এগিয়ে যাবেন। বিরোধী রাজনৈতিক দলের পক্ষ থেকে এই ইস্তেহার কে নির্বাচনী চমক বলা হয়েছে। সেই প্রসঙ্গে অনুব্রত মণ্ডল এই কথা বলেন। বিশ্বভারতীর উপাচার্য প্রসঙ্গে অনুব্রত বলেন, পাগল না হলে কেউ বলে বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেব। অধ্যাপকদের কুকুর বলছেন। ও একটা পাগল। নরেন্দ্র মোদী দেশের জন্য কিছুই করেনি। মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন সেই কাজ করেছেন। এদিন বিরোধীদের উদ্দেশ্যে আক্রমণ করে এই কথা বললেন অনুব্রত মণ্ডল।