লোকসভা নির্বাচনে হাবরা বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রায় 20 হাজার ভোটে পিছিয়ে ছিল। এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন বিধায়ক এবং খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বিজেপি এখানে প্রার্থী করেছে রাহুল সিনহা কে। উত্তর 24 পরগনার হাবরা বিধানসভা কেন্দ্রে রাহুল সিনহা এদিন প্রচার শুরু করলেন। এদিন রাহুল সিনহা বলেন, আমার পরিবার পূর্ববঙ্গ থেকে এসেছে। দেশভাগের যন্ত্রণা আমি জানি। এই এলাকার বেশিরভাগ লোক পূর্ববঙ্গ থেকে এসেছেন। এদের জ্বালা আমি জানি। পূর্ববঙ্গের লোক আমি ও। আমার পরিবার বোঝে। দীর্ঘদিন ধরে একাধিক নির্বাচনে লড়াই করলেও রাহুল সিনহা তার কঠিন প্রতিপক্ষের মুখে পড়ে হেরে গিয়েছেন। এবার তার বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিক কেন্দ্র বদলানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় শোনেননি। তাকে পুরনো কেন্দ্র থেকেই টিকিট দিয়েছেন তিনি। রাহুল সিনহা বলেন, চালচোর খাদ্যেচোরদের হাবরার মানুষ জবাব দেবে।