ভোট শেষ হওয়া পর্যন্ত দাদার পুলিশ থাকবে। পঞ্চায়েতে ভোট দিতে দেয় নি। আপনাদের ভোট দেওয়ার অধিকার কেড়ে নিয়েছে। অন্যদলের লোকেদের বলব বিজেপিকে আনুন। বিডিও অফিসের সামনে বিজেপি লাঠি নিয়ে দাঁড়াবে না। সবাই লড়বে। এই কথা বললেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তিনি এদিন নন্দীগ্রাম 2 নম্বর ব্লকে জনসংযোগ কর্মসূচি করেন। সেখানে দলীয় সভায় বক্তব্য রাখেন। শুভেন্দু আরো বলেন, নন্দীগ্রামের পরিচিত মুখ রক্তঝরা দিনগুলোর সাথী আশা করব আপনারা আমাকে গ্রহণ করে মোদিজীর হাত শক্তিশালী করবেন। এরপরে বহিরাগত বিষয়ে শুভেন্দুর বক্তব্য, যদি দেশের প্রধানমন্ত্রী বহিরাগত হন তাহলে মেদিনীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় বহিরাগত। উনি অপরাজেয় নন। এবার আবার উনি হারবেন। আপনারা হারাবেন ওকে। ফুটবলে নাকি ওভার বাউন্ডারি হয়। শুধু ভুল কথা বলেন কটাক্ষ শুভেন্দুর। এরপরে মমতার ভুল মন্ত্রোচ্চারণ বলেন তিনি। রাজ্যের উন্নয়ন নিয়ে কথা না বলে উনি পা দেখিয়ে ঘুরছেন। পশ্চিমবাংলায় সব প্রার্থীরা হাতজোড় করে ঘুরছে আর একজন প্রার্থী লাথি দেখিয়ে ঘুরছেন। এসব নাটক বাজি লোক ধরে ফেলেছে। যদি 11 সালের আগে করতেন তাহলে হতো এখন আর চিঁড়ে ভিজবে না। এরপর লকডাউনে মোদীজি দেশের মানুষকে চাল-ডাল খাদ্যশস্য দিয়েছেন বলে জানান শুভেন্দু। 2 তারিখে বিজেপি জিতবে। এক সপ্তাহের মধ্যে সমস্ত পঞ্চায়েত গুলো পদত্যাগ করবে। নতুন পঞ্চায়েত হবে ভয় পাবেন না। এদিনের সভায় থেকে তৃণমূলকে আক্রমণ করেন শুভেন্দু অধিকারী।