বিধানসভা নির্বাচনে এবারে রাজ্যে ধর্মীয় মেরুকরণ স্পষ্ট হচ্ছে বলেই মনে করা হচ্ছে। এখন পর্যন্ত বিজেপির পক্ষ থেকে মোট 275 জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। সেখানে মাত্র 6 জন সংখ্যালঘু প্রার্থীর নাম রয়েছে। এরা হলেন লোকসভা নির্বাচনে জঙ্গিপুর লোকসভা আসনে প্রার্থী হয়ে সাড়ে 3 লক্ষের বেশি ভোট পেয়েছিলেন মাফুজা খাতুন। সাগরদিঘী আসনে মাফুজা খাতুন কে বিজেপি এবার প্রার্থী করেছে। মেহেবুব আলম কে মুর্শিদাবাদে ভগবানগোলায় বিজেপির প্রার্থী করা হয়েছে। মুর্শিদাবাদের ডোমকলে রুবিয়া খাতুন প্রার্থী হয়েছেন। মুর্শিদাবাদের রাণীনগরে বিজেপির প্রার্থী হয়েছেন মাসুহারা খাতুন। রঘুনাথগঞ্জে বিজেপির প্রার্থী হয়েছেন গোলাম মোদার্শা। উত্তর দিনাজপুরের গোয়ালপোখরে গুলাম শারওয়ার কে প্রার্থী করা হয়েছে। বিজেপি সংখ্যালঘু অধ্যুষিত এলাকা থেকেই প্রার্থী করেছে। লোকসভা নির্বাচনের ফলাফল দেখে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন টোটালটাই হিন্দু মুসলমান হয়ে গিয়েছে। এবারের নির্বাচনেও সেই মেরুকরণ স্পষ্টভাবে দেখা যাচ্ছে বলেই মনে করা হচ্ছে।