বিজেপি প্রথম চার দফায় 127 জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। 167 টি আসনের প্রার্থী তালিকা বাকি রয়েছে। এদিন বিজেপির পক্ষ থেকে প্রার্থী তালিকা ঘোষণা করা হলো। এবার বিধানসভার নির্বাচনে কৃষ্ণনগর উত্তরে বিজেপির প্রার্থী হলেন মুকুল রায়। সেখানে তার প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেসের অভিনেত্রী কৌশানী। এছাড়াও শান্তিপুর কেন্দ্রে জগন্নাথ সরকার। কৃষ্ণগঞ্জ কেন্দ্রে আশীষ কুমার বিশ্বাস। রানাঘাট দক্ষিনে বিজেপির প্রার্থী হয়েছেন মুকুটমণি অধিকারী। বীজপুর থেকে শুভ্রাংশু রায়। কামারহাটি তে রাজু বন্দ্যোপাধ্যায়। ভাটপাড়ায় পবন সিং। কালনায় বিশ্বজিৎ কুণ্ডু। জোড়াসাঁকোয় মীনাদেবী পুরোহিত। মানিকতলায় কল্যান চৌবে। ডোমকলে রুবিয়া খাতুন। চৌরঙ্গীতে শিখা মিত্র। রাজারহাট গোপালপুরে বিজেপির প্রার্থী হয়েছেন শমীক ভট্টাচার্য। বিধান নগর কেন্দ্রে সব্যসাচী দত্ত। আসানসোল কেন্দ্রে বিজেপির প্রার্থী অগ্নিমিত্রা পাল। দমদম কেন্দ্রের বিজেপির প্রার্থী হয়েছেন বিমলশঙ্কর নন্দ। বরানগর কেন্দ্রে পার্নো মিত্র। ভবানীপুর কেন্দ্রে রুদ্রনীল ঘোষ। বালিগঞ্জ কেন্দ্রে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন লোকনাথ চট্টোপাধ্যায়। পানিহাটি কেন্দ্রের বিজেপির প্রার্থী হয়েছেন সন্ময় বন্দ্যোপাধ্যায়। নোয়াপাড়া কেন্দ্রে সুনীল সিং। খড়দহ কেন্দ্রে বিজেপির প্রার্থী শীলভদ্র দত্ত। বোলপুর কেন্দ্রে অনির্বাণ গঙ্গোপাধ্যায়।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.